নাটক রিভিউ।। ধনী গরিবের লড়াই।। (পর্ব-১৬)
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | ১৬ |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | ২৪+মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
নাটকের এই পর্বের শুরুতেই দেখতে পারবেন সোহাগ এবং রিমা তাদের উকিলের সাথে কথা বলতে উকিলের বাসায় গিয়ে উপস্থিত হয়েছে। আর মামলার বিষয় নিয়ে তারা কথা বলে। উকিল তাদেরকে আশ্বস্ত করে এই মামলা তারাই জিতবে। এদিকে সুরুজের মা রিমার বাসায় যাওয়ার জন্য মোড়ল মশাই সবাইকে নিয়ে সন্ধ্যায় বৈঠক বসায়। আর সুরজের মাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। আর সেই সাথে সুরুজের মায়ের 5000 টাকা জরিমানা করে এই অপরাধের জন্য। সেই সাথে সবাইকে সতর্ক করে দেয় মোড়ল মশাই। বলে সবাই ভালো হয়ে যাও নইলে আমি কতটা খারাপ হতে পারি কেউ কল্পনাও করতে পারবে না।
সেই সাথে সুরুজের মাকে সবাই বিভিন্ন ধরনের বকাবকি করে। এক পর্যায়ে রিমার মা ও বিভিন্ন কথা শোনায়। কেন তার মেয়েকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়েছে। তখন সুরুজের মা বলে যদি তার সাথে রিমার বিয়ে না দিত তাহলে রিমা আত্মহত্যা করতো। অতঃপর সুরজের মা কান্না করে সেখান থেকে চলে যায়। সেই সাথে সুলতানা ও তার মাকে বিভিন্ন কথা শুনিয়ে তার ছোট আম্মার সুনাম করে সেখান থেকে চলে যায়। অবশেষে মামলা আদালতে চলে আসে এবং চালক ইমনকে আদালতে হাজির করা হয়। যেখানে ইমন আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। আর মোড়লরা এই মামলা থেকে জিতে যায়।
মোড়লরা মামলা জিতে পুরো বাড়ি জুড়ে মিষ্টি বিলাই এবং আহলাদে আটখানা হয়ে যায়। এদিকে সোহাগদের রাস্তায় সুরুজ রতন এবং সুলতানা মিলে বিভিন্ন অপমান করে মামলা হেরে যাওয়ার জন্য। আবার সোহাগেরা মামলা হেরে বাসায় যাওয়ার পর তার মা বাবা নানান কথা বলে। সবাইরে মন খারাপ হয়ে যায় । অনেকদিন পর জেলখানা থেকে ছাড়া পেয়ে রতন তার প্রেমিকা সোহাগের বোনের সাথে রাস্তায় দেখা করে। কিন্তু সোহাগের বোন বিভিন্ন কথা বলে সেখান থেকে চলে যায়। আর রতন বলে আমি তো তোমার লগেই প্রেম করমু।
মোড়ল মশাই এবং সুরু জ মিলে কিভাবে সোহাগদের ফকির করা যায় সেই ফন্দি বের করে। কিন্তু মোড়ল মশাই আগে থেকেই ভেবেছিল কি করা যায়। তিনি সুরুজ কে বলে সোহাগদের রিকশাটি চুরি করানোর জন্য। এই কথা মাস্টারমশাই শুনে রিমার ছোট চাচীরে বলে। তখন রিমার চাচী নিজেই এই বিষয়টি সোহাগদের জানাতে চায়। আবার এদিকে সোহাগ যখন রিক্সা নিয়ে ভাড়া মারতে বের হয় তখন সেই রিক্সাটি চুরি হয়ে যায়।এই বিষয়টি নিয়ে সোহাগ হতবম্ব হয়ে যায়।
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
কিছু কিছু পরিস্থিতি আমাদের একদম নিশ্চুপ করে দেয়। সত্য টাকার মাধ্যমে ধামাচাপা পড়ে যায় এই বিষয়টি এই পর্বের মধ্যে আরো স্পষ্ট ভাবে ফুটিয়ে উঠলো। তবে সত্যের পথে চলা মানুষরা কখনো যে দুর্বল হয়ে যায় না এই পর্বে সেই বিষয়টিও খুবই ষ্পষ্ট হয়েছে। সোহাগরা মামলায় হেরে যাওয়ার পরেও তাদের মনোবল হারায়নি। তারা নিজেদের মনকে আরো শক্ত করেছেন এবং দৃঢ় পরিকল্পনা করেছে যদি মোড়লরা কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদেরকে ছেড়ে দিবে না। এদিকে অন্যায়ের পথে চলা মানুষরা নিজেদের সর্বদা শক্তিশালী মনে করে সেই বিষয়টি এই পর্বের মধ্যেই ফুটে উঠেছে। দেখা যাক পরবর্তী পর্বে নতুন কি ঘটতে চলেছে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1956377745224769837?t=XAMer4WmkdLrTisKxZsQww&s=19
https://x.com/mdetshahidislam/status/1956359609922285751?t=YSUxVTzZyaGSSv63cxiv6w&s=19
https://x.com/mdetshahidislam/status/1956359173949534271?t=0thq9l3Q7tHziPEj4ngZfA&s=19
https://x.com/pussmemecoin/status/1956252332574040166?t=Egy1ZsC-yalmi2UduG1EuA&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1956542138004689038?t=jmue_dQ30GqJzcWFr3-dwA&s=19
আমি যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। এরকম নাটক গুলোতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। যে নাটকের কাহিনী আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখব।
এরকম সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ যত পড়ি ততই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা এই নাটকটির রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নাটক রিভিউর মাধ্যমে সহজে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যায়, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। এই কাহিনীটাকে আপনি আজকে এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন, সবাই রিভিউ পড়লে আর নাটকটা দেখা লাগবেনা। সুন্দর ছিল নাটকটি।