ভ্রমন পোষ্ট।। স্মৃতিতে থেকে যাবে পদ্মা নদীর শিলাইদহ ঘাট।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমাদের জীবনটা কতই না সংকীর্ণ। তবুও আমরা প্রতিনিয়ত নানারকম স্বপ্ন দেখে যাই। আবার সেই স্বপ্ন পূরণের জন্য নিজেকে কঠিন থেকেও কঠিনতম পরিশ্রমের মধ্যে পতিত করি। তবুও আমাদের লক্ষ্য থাকে একটাই যে আমার স্বপ্ন পূরণ করতেই হবে। সত্য হলো এটাই জীবন যতই সংকীর্ণ হোক না কেন বেঁচে থাকার জন্য কিছু আশা কিছু স্বপ্ন এবং নিজের কিছু ভালো লাগার জিনিসের প্রয়োজন। জীবনের প্রত্যেকটা মুহূর্তেই যদি আপনি একরকম কাজের মধ্যেই ডুবে থাকেন তাহলে একঘেয়েমি লাগা অতীব স্বাভাবিক।
কিন্তু যখন আপনি এই একঘেয়েমি কাজ থেকে বেরিয়ে আসতে পারবেন তখনই জীবনের সঠিক মানে এবং জীবনের সঠিক আনন্দ উপভোগ করতে পারবেন। নিজেকে সময় দেওয়া খুবই জরুরী। মাঝে মাঝে আমাদের বিভিন্ন জায়গায় ভ্রমণ করা দরকার। তাহলেই আমাদের মন এবং ব্রেন দুটোই ফ্রেশ থাকে। ঠিক সে কারণেই ঘুরতে গিয়েছিলাম পদ্মা নদীর শীলাইদহ ঘাটে। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। সামনে যতদূর চোখ যাচ্ছিল শুধু পানি আর পানি। শুধুমাত্র চকচক করছিল পানি।
এই জায়গায় গিয়েছিলাম বিকেলের দিকে তথা সূর্যাস্তের দিকে। এমনিতেই বিকেলবেলা নদী এবং সমুদ্রের পাড়ে সময় কাটাতে ভালোই লাগে। আর যদি সেই সাথে বিকেলের মিষ্টি রোদ ও পাওয়া যায় তাহলে কিন্তু সেই ভালোলাগাটা আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। সত্যি আমার সেই দিনের বিকেলটা একদম মোহময় এক আনন্দের মাধ্যমে কেটেছিল। পুরো সময়টা যেন নিজের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি অনুভব করেছিলাম।সেই মুহূর্তটাকে কোনভাবেই হারাতে চাইনি। ঠিক সে কারণেই ফোনে ফটোগ্রাফি করে রেখে দিয়েছি।
ঐ সকল ফটোগ্রাফি গুলির মধ্য থেকে কয়েকটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তবে হ্যাঁ বিকেলে এরকম সমুদ্র বা নদীর তীরে বসে বিভিন্ন তেলেভাজা জিনিস গুলো খেতে ভীষণ ভালো লাগে। আমিও কিন্তু ছাড়িনি এই সুযোগ। কিনেছিলাম মচমচে গরম গরম তেলেভাজা পিয়াজু। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। এরকমভাবেই পুরো বিকেলটা আমার কেটে যায়। তবে আজও আমার মনে সেই মুহূর্তটা যেন দাগ কেটে রয়েছে। বন্ধুরা আজকের মত এতটুকুই। আবার পরবর্তী কোন পর্বে শিলাইদহ ঘাটের আরো দারুন দারুন কিছু দৃশ্য শেয়ার করে দিব আপনাদের সাথে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
x promotion
https://x.com/mdetshahidislam/status/1940565711967154586?t=52YWG_HEu8CkS8c83_Y5YQ&s=19
daily task:—
https://x.com/mdetshahidislam/status/1940569332532367415?t=90KLBQyyWzaVxhpa8ZxwTw&s=19
https://x.com/mdetshahidislam/status/1940567320763797771?t=tLuaar34ejT1LG_MDIVugA&s=19