ইউটিউব ভিলেজ ভ্রমণ//সূচনা পর্ব।। কীভাবে ইউটিউব ভিলেজের জন্ম হলো?
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
সবুজের আরেক অপরূপ সৌন্দর্যের নাম হলো ইউটিউব ভিলেজ।আমর পছন্দের জায়গা।এই যে বললাম আমার পছন্দের জায়গা!সত্যি বলতে এখানে যাওয়ার আগে কখনোই এই কথাটা বলিনি।ভেবেছিলাম যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে নাম রেখেছে ইউটিউব ভিলেজ তাই ভেবেছিলাম হয়তো মডার্ন ধরনের পার্ক গুলোর মতোই হবে।কিন্তু না এই পার্ক একদম তার ভিন্ন।সত্যি বলতে এখানে গিয়ে এখানকার পরিবেশ এক নজর দেখার পরই প্রেমে পড়ে গিয়েছিলাম।আপনি নিজে গেলেই বুঝতে পারবেন এই পরিবেশে কাটানো মুহুর্ত গুলো কতটা স্পেশাল হয়।
একদম গ্রামীণ পরিবেশে চমৎকার ধরনের দেখতে এই পার্ক।আমি ভেবেছিলাম হয়তো এই পার্ক শহরের দিকে হবে কিন্তু না।পুরো পার্ক টাই একদম গ্রামের ভিতরের দিকে অবস্থিত।কুষ্টিয়ার মধ্যে পরিবার নিয়ে ঘোরার মত চমৎকার একটি পার্ক।পার্কের প্রত্যেকটা বিষয় খুবই সাজানো গোছানো এবং শালীনতায় পরিপূর্ণ।এই ইউটিউব ভিলেজ পার্কের চমৎকার একটি ঘটনা আছে,সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো।
সর্বপ্রথম ইউটিউব ভিলেজ পার্কের জন্ম হয় ২০১৬ সালে। সে সময়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিমুলিয়া গ্রামের দুই ব্যক্তি তথা লিটন আলী খান এবং স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন শিমুলিয়া গ্রামের অভাবি মানুষদের বিনা পয়সায় রান্না করে খাওয়াতেন। সম্পর্কে এরা দুজন ছিল মামা ভাগিনা। গ্রামের মানুষদের এভাবে রান্না করে খাওয়ানোর চিত্র ভিডিওতে ধারণ করে ইউটিউবে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করেন। প্রথমে ছোট পরিসরে একটি চ্যানেল খুলে ভিডিও আপলোড করলে ও এখন তা বৃহৎ পরিবার হয়ে গিয়েছে।
ক্রমাগতভাবে এই বিষয়টি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর দূর-দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এই কর্মযজ্ঞ দেখতে আসে। এরই প্রেক্ষিতে বর্তমান শিমুলিয়া গ্রামকে বলা হয় ইউটিউব ভিলেজ। আর তারই প্রেক্ষিতে ঐ স্থানের নাম দেওয়া হয়েছিল youtube ভিলেজ। কালের পরিক্রমায় বর্তমান আগের সেই ইউটিউব ভিলেজ এখন আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ। বর্তমানে এই জায়গাটিতে গেলে মনে হবে না আগের সেই ইউটিউব ভিলেজ এখন কি রূপ নিয়েছে। আপনারা চাইলে যেকোনো সময় ঘুরে আসতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1953140775551967317?t=fN7IcCGlznKJNqxvMVA6RQ&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1953156877300449582?t=f6_g1dDybG26T6B5s50_Pw&s=19