বর্তমান যুগের মানুষ কেমন???
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বর্তমান যুগের মানুষকে যদি এক কথায় প্রকাশ করতে হয়, তবে বলা যায়—তারা আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতির, প্রযুক্তিনির্ভর এবং বহুমাত্রিক চিন্তাভাবনার অধিকারী। একবিংশ শতাব্দীর এই সময়ে মানুষ শুধু নিজেদের চারপাশে সীমাবদ্ধ নেই, বরং পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খোঁজখবর নিচ্ছে হাতের মুঠোয় থাকা ইন্টারনেট ও স্মার্টফোনের মাধ্যমে। তারা একদিকে যেমন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধা গ্রহণ করছে, অন্যদিকে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও চাপের মধ্যে দিয়ে জীবনযাপন করছে। ফলে মানুষের মধ্যে নতুন চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনের পাশাপাশি মানসিক ক্লান্তি ও অস্থিরতাও বাড়ছে।
বর্তমান যুগের মানুষ আর আগের মতো ধৈর্যশীল নয়; বরং তারা সবকিছুতে দ্রুত ফলাফল চাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে আরও কাছে টেনে এনেছে, আবার এক অদৃশ্য দূরত্বও তৈরি করেছে। অনেকেই বাস্তব জীবনের সম্পর্ক ভুলে ভার্চুয়াল জগতে বেশি নিমগ্ন হয়ে পড়ছে। একই সঙ্গে আধুনিক মানুষ নিজের স্বাধীনতা ও স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে, যা ইতিবাচক দিক। তারা নতুন কিছু শিখতে, ভিন্ন পথে এগোতে এবং বিশ্বকে জানার জন্য সর্বদা আগ্রহী। তবে ভোগবাদী চিন্তা ও ব্যক্তিস্বার্থে আবদ্ধ হওয়ায় অনেকের মাঝে আত্মকেন্দ্রিকতা বৃদ্ধি পাচ্ছে, যা সামাজিক বন্ধনকে কিছুটা দুর্বল করছে।
বর্তমান যুগের মানুষ হলো এক অনন্য মিশ্রণ—যেখানে আছে জ্ঞানপিপাসা, প্রযুক্তির সুবিধা, উদ্ভাবনী শক্তি, আবার আছে তাড়াহুড়ো, মানসিক চাপ ও ভোগবাদের প্রবণতা এবং বড় যে বিষয়টি সেটি হল অবিশ্বাস যোগ্যতা। এ যুগের মানুষ সুযোগের সদ্ব্যবহার করতে জানে, তবে একই সঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জের সাথেও প্রতিনিয়ত লড়াই করছে। তাই আধুনিক মানুষকে কেবল প্রযুক্তিনির্ভর বা ভোগবাদী বলে সংজ্ঞায়িত করা যায় না; বরং তারা হলো পরিবর্তনের ধারক-বাহক, যারা একদিকে নতুন সভ্যতার পথ তৈরি করছে, অন্যদিকে মানবিক মূল্যবোধ ধরে রাখার সংগ্রামে লিপ্ত।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1973197668496400516?t=kldgbpy091wHQzWc_pBaoQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1973199365650129157?t=KWpMKTKtZwUClgI8RH-LqQ&s=19
X PROMOTION https://x.com/mdetshahidislam/status/1973198239211110857?t=f3Mfpnm9oWSiBj5LpjXOfg&s=19