যোগ্যতার অপর নাম টাকা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বর্তমান যুগে কেবল তারাই সবথেকে বেশি সম্মানিত হয় যারা অর্থের দিক থেকে সবার উপরে। এখন কথা হল সেই ব্যক্তি যদি জ্ঞান গড়িমার দিক থেকে শূন্য হয় অর্থের দিক থেকে বিত্তবান হয় তবে কেবলমাত্র সেই হলো সবার কাছে সম্মানিত ব্যক্তি। এর মানে এই না যে জ্ঞানী ব্যক্তি অসম্মানিত হয়। তবে বিত্তবান মানুষের থেকে সেই জ্ঞানী মানুষটা একটু হলেও থেকে সব জায়গায় বঞ্চিত হয়। এই জিনিসটার জন্য কারণটা তাহলে কি? কোন দৃষ্টির প্রেক্ষাপটে এই বিষয়টাকে আলাদা আলাদা করা হয়। আপনাদের কি মনে হয়?
আমি যে জিনিসটা মনে করি সেটা হল আমাদের নিজেদের রুচিবোধ এর কারনেই এই বিষয়টা সবথেকে বেশি বহিঃপ্রকাশ হয়। আমরা সামাজিক জীব তাই সমাজগত দিক থেকে আমরা সর্বদা এখন নিজের দিকটায় আগে ভাবি। আমরা চেষ্টা করি কিভাবে নিজের জায়গাটাকে ঠিক রাখা যায়। তাতে অন্যের যা হবার হোক। ঠিক তেমনিভাবে আমরা এই সমাজের মানুষ যার থেকে সব থেকে বেশি সুযোগ-সুবিধা পাবে এবং যে আমাদের অর্থের দিক থেকে সহযোগিতায় এগিয়ে আসবে সেই হলো বর্তমান যুগে জ্ঞানী মানুষ। এটার জন্য আমরা কখনো ভাবি না যে আমরা এই কাজটা ঠিক করছি নাকি বেঠিক।
পারিবারিক দিক থেকেও আমরা একই ধরনের চিন্তা ভাবনায় মত্ত। একটা পরিবারের মধ্যে যেই সন্তানটি অর্থবিত্তের দিক থেকে সর্বদা পরিবারকে সহযোগিতা করে সেই সন্তানটাই পরিবারের কাছে সব থেকে বেশি প্রিয় হয়ে ওঠে। আবার অনেক জায়গায় দেখা যায় পরিবারের বড় সন্তানরাই অবহেলিত এবং বঞ্চিত হয়। এটার কারণটা আসলে আপনাদের কি মনে হয়? দেখুন পরিবারের বড় সন্তানরা সর্বদা পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করে। ছোট ভাইবোনদের বড় করে। যার ফলে তার অর্থ জমানোর কোন সুযোগ থাকে না। এক পর্যায়ে গিয়ে যখন ছোটরা অর্থ উপার্জন করে জমাতে থাকে তখন তার কাছে তেমন ক্যাশ থাকে না।
যার ফলে সে পরিবারকে সহযোগিতা করতে ব্যর্থ হয়। তখন বিয়ে করে নিজের সংসারের দায়িত্ববোধ সামলাতে ব্যস্ত হয়ে যায়। অনুরূপভাবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। নির্বাচনের প্রার্থী। ভোটাধিকারের কথা বলছি আমি। বিভিন্ন পার্টির লোক নির্বাচনে দাঁড়িয়ে থাকে। যেই পার্টি থেকে জনগণকে বেশি পরিমাণে টাকা দেয় জনগণ সেই পার্টিতেই নিজের মূল্যবান ভোটটা দিয়ে দেয়। কখনো ভাবে না যে যাকে আমরা ভোট দিচ্ছি সে সঠিক নাকি বাটপার মানুষ। টাকার সাময়িক লোভের জন্য তাদের মূল্যবান ভোটটা ভুল মানুষকেই দিয়ে দেয়। পরিশেষে সেই ব্যক্তি হয়ে ওঠে সকলের কাছে সমাজ সেবক। এজন্যই বলি যোগ্যতা থাকুক আর না থাকুক অর্থ থাকলেই আপনি যোগ্যতা সম্পন্ন মানুষ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1957822084559827169?t=4gIUgwEdgcvrMXIJhSCJnA&s=19
https://x.com/mdetshahidislam/status/1957821411915100677?t=0E5xdsuR1K8r-Y2dx7T3Aw&s=19
https://x.com/mdetshahidislam/status/1957820830273929375?t=QzvJU6v0ABrVBPB5gnjsyQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1957820062640808320?t=kVCzMejDCR7g3z6_XBBY5w&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1957973086994833836?t=uzNeUpY-x6Cg11Tky3ZE0A&s=19
ভাইয়া আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে এই বর্তমান যুগে টাকার কারণে অনেক লোক ভুল মানুষ উপরে উঠিয়ে দিচ্ছে।আসলে যে টাকা দিবে তাকেই যে আমরা সামনের দিকে অগ্রগত করব তা না।যে মানুষটি সঠিক তাকেই আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবো।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।