লাইফস্টাইল পোস্ট ll অফিসের টিফিন খাওয়ার মুহুর্ত।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
দুপুরে লাঞ্চের পর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়।ঠিক তখনই আসে টিফিন টাইম।টিফিনের সঠিক সময় টা হলো ৬:৪০ মিনিট থেকে ৭ টা পর্যন্ত।টিফিনের জন্যে টোটাল ২০মিনিট সময় থাকে।এরই মাঝে টিফিন শেষ করতে হয়।টিফিনের জন্যে এটাই পারফেক্ট টাইম।টিফিন টা মূলত আমাদের অফিস থেকে করানো হয়।তবে যখন আউটসাইড এ ডিউটি হয় তখন যার যেমন ইচ্ছা সেভাবেই করতে পারে।
মোট কথা হলো,টিফিনের জন্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এর টাকা বরাদ্দ থাকে। ঐ টাকার অনুপাতেই আমাদের টিফিনের ব্যবস্থা করা হয়।আউটসাইড এর নিয়ম হলো,যদি কেউ অফিস কতৃক টিফিন খেতে অনিচ্ছুক হয় তবে তাকে টিফিন সম পরিমাণ টাকা দিয়ে দেয়।তবে এরকম টা কেউ করেনা।কারণ অফিসের টিফিনই যথেষ্ঠ মানসম্মত হয়ে থাকে।আমিও কখনও বাইরে টিফিন খাইনি,কারণ অফিসের টিফিন যথেষ্ঠ স্বাস্থ্যসম্মত লাগে আমার কাছে।
টিফিনে একেকদিন একেক রকম নাস্তার ব্যবস্থা করা হয়। অনেক সময় ভুনা খিচুড়ির ও ব্যবস্থা করা হয়।অফিস থেকে যাদের যাদের আউটসাইড এ ডিউটি থাকে তারা প্রত্যেকেই এক সাথে টিফিন খাওয়ার হয়।আমার কাছে এই বিষয়টাও বেশ ভালই লাগে।কারণ সবাই মিলে এক সাথে কোনো জিনিস খেলে এমনিতেও ভালো লাগে।তবে যেদিন করে ৭:৩০ বা ৮:৩০ পর্যন্ত ডিউটি করা লাগে সেই দিন করেই টিফিনের ব্যবস্থা থাকে। তা নাহলে পাঁচটার মধ্যেই ছুটি হয়ে যায়।
আজকের টিফিনে ছিলো,ভুনা খিচুড়ি।খিচুড়ির আইটেম হলো,চিকন চাল,ব্রয়লার,কাচা মরিচ,পেঁয়াজ, লেবু।আমার অধীনে যারা রয়েছে তারাও সকলেই ছিল।দুজন কে সাথে নিয়ে উঠানো একটা পিকচার শেয়ার করেছি।এই পিকচার টি উঠিয়েছি ক্যান্টিনে।কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ।যাইহোক বন্ধুরা আজকের পোস্ট ছিলো এটুকুই। আল্লাহ্ হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1952056677399925219?t=tMuhnKK0s9X1MLr17GVE7g&s=19
https://x.com/mdetshahidislam/status/1952057556979138958?t=tMuhnKK0s9X1MLr17GVE7g&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1952167611678310643?t=RMqxPbJSna6cWmq0UWX4_g&s=19
@tipu curate
Upvoted 👌 (Mana: 2/9) Get profit votes with @tipU :)
আপনার অফিসে টিফিন খাওয়ার ব্যবস্থা আছে দেখে ভালো লাগলো। অফিসের টিফিন খাওয়ার মুহুর্ত দেখেও খুবই ভালো লেগেছে ভাই। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই।