বুঝতে পারছি পরিস্থিতি কতটা জটিল হয়েছিলো। সেই সাথে নিজের বাবার যদি এরকম অবস্থা হয় তখন মাথা এমনিতেই গরম হয়ে যায়। এরকম পরিস্থিতিতে আমিও বেশ কয়েকবার পড়েছিলাম তবে রংপুরের কারমাইকেলে পড়ার সুবিধার্থে ব্লাড কালেক্ট করা তেমন একটা বেগ পোহাতে হয় না। তারপরেও টেনশন থেকেই যায়। যাইহোক আপনার বন্ধু দন্তগীর এর মত বন্ধু সবার জীবনেই থাকুক। আসলেই বিপদে পড়লেই মানুষ চেনা যায়।