অনু কবিতা গুলি লিখতে বা পড়তে ভালই লাগে। আমি মনে করি এর মূল কারণ হলো ভিন্ন ভিন্ন ভাবকে একত্রে অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। যেমন আপনার লেখা অনু কবিতাগুলির মধ্যেও ভিন্ন ভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়েছেন। তবে প্রথমের দুটি অনু কবিতা আমার বেজায় পছন্দ হয়েছে।