You are viewing a single comment's thread from:
RE: আমার জীবনে সবচেয়ে বড় উপহার ও সারপ্রাইজ
আপনার সাথে আমি সম্পূর্ণ সহমত এবং আশাবাদী যে দাদার অনুরোধে যে এক মাস বাড়তি সময় পেয়েছি আমরা এবিবিতে সকলে জাঁকজমক ভাবে থাকার জন্য সেটা যেন এক মাস পর পুরো দীর্ঘস্থায়ী হয়ে যায়। দাদা যেন সিদ্ধান্ত চেঞ্জ করে নেন। আল্লাহ ভরসা।দোয়া রইল আপু যেন সঠিকভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন। সেই সাথে আপনার মেয়েরা আপনাকে চমৎকার একটি গিফট দিয়েছে। ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে। বেঁচে থাকুন আমাদের মাঝে অগণিত বছর, আপনার জীবনে এই দিনটি আসুক বারবার শুভময় এবং সাফল্য নিয়ে। শুভ জন্মদিন প্রিয় বড় আপু।