You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৬

in আমার বাংলা ব্লগ23 hours ago

রোজ কল্পনার দিগন্তে উড়ি আমি,
চোখের পাতায় আঁকি নক্ষত্রের আলপনা থামি।
ভালোবাসার রঙে আঁকা ক্যানভাসে,
তুমি-আমি মিলি অনন্ত আভাসে।

স্বপ্নেরা দৌড়ায় রঙধনুর ঘোড়ায়,
চঞ্চলতা বাজে আকাশের বাঁশরীতে সুরমায়।
মনের গোপন গ্যালারিতে জমে থাকা ছবি,
ভালোবাসায় জেগে ওঠে নতুন কবিতা রবি।