বিশ্বাস করুন আর না করুন ভাই এরকম পরিবেশ আমার নিজের কাছেও কতটা প্রিয় সেটা বলে প্রকাশ করতে পারবো না। মূলত এরকম পরিবেশ গুলি ভালোলাগার কারণটা হলো সবুজের সমাহার। দু চোখ যেদিকে যায় সেদিকেই যেন সবুজ আর সবুজ। যাই হোক আপনার পিকনিক করার মনের আশা টি পূর্ণ হোক। সাথে বাড়ি করার ও।
আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।