ইন্ডিয়ার অভিষেক একাই পুরো ম্যাচটাকে একদম রানের উচ্চ অবস্থানে নিয়ে গেছে। শেষে অবশ্য হার্দিক মোটামুটি ভালই খেলেছে। তবে বোলিং হিসেবে রিসাদ আমাদের খুবই ভালোই করেছে। এদিক থেকে ইন্ডিয়ার বলার রাও মোটামুটি চাপই রেখেছিল আমাদের দেশের ব্যাটারদের। তারপরেও সাইফ হাসান দারুন একটা ইনিংস উপহার দিয়েছে। এই ছেলেটার সাথে যদি আর অন্য কেউ একটু সহযোগিতা করতো তাহলে ম্যাচটা জেতারই সম্ভাবনা ছিল। যাইহোক টিম ইন্ডিয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল ফাইনালে যাওয়ার জন্য। দেখা যাক পাকিস্তানের সাথে বাংলাদেশ কি করে।