যখন প্রকৃতির পরিচয় এবং আমাদের স্বার্থের মধ্যে ভিন্ন রকম একটা প্রতিরূপ লক্ষ্য করা যায় তখন সেখানে সত্য বিলুপ্ত হয়ে যায়। তখন চোখ থাকতেও ভুলগুলি দেখে না অপরাধ এবং জঘন্য কাজগুলি চোখে দেখেনা তখন তারা দেখে শুধুমাত্র স্বার্থ। এরই আঙ্গিকে খুবই চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দিদি পড়ে ভালই লাগলো।