এই জাতীয় মুভি গুলোর হিরো অধিকাংশ ক্ষেত্রে প্যাটি এর মতোই হয়।তারা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করে।কোনো রুল মনে না।ঠিক তেমনটাই প্যাটি ও করেছে।তবে তার বার বার এরকম ভুলের জন্যে অনেক মানুষের প্রাণ ও চলে গেছে।তাই তাকে অন্য জায়গায় ট্রেইনার হিসেবে পাঠানোই যথার্থ হয়েছে।কিন্তু সে তার ভুল বুঝতে পেরে নিজেই পদত্যাগ করে।কিন্তু পরে পুনরায় রকির সাহায্যে নিয়ে তার বন্ধুদের নিয়ে আসে যদিও তাকে আইন গতভাবে অনুমতি দেয়নি।আপনি ঠিকই বলেছেন দাদা এরকম মুভি গুলো বড় পর্দায় দেখতে অনেক বেশি ভালো লাগে।