You are viewing a single comment's thread from:

RE: FUN FACTS :: "ডলফিন সম্পর্কে এই অবাক করা তথ্যগুলো কি আপনি জানতেন ?"

in আমার বাংলা ব্লগlast year

একটা ডলফিন জল থেকে লাফ দিয়ে বাতাসে ভর করে ২০ ফিট অব্দি উঠতে পারে।বাবা, মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তান-সন্ততি নিয়ে তাদের সংসার । এছাড়াও ডলফিনের নিজস্ব ভাষা আছে । এমনকি এক একটা ডলফিনের নিজস্ব নামও আছে ।

ডলফিন সম্বন্ধে এই তথ্যগুলো আমি সম্পূর্ণরূপে নতুনভাবে জানতে পারলাম। ডলফিন সম্বন্ধে এত ইউনিক কথাগুলো আমি আগে জানতাম না। একটি ডলফিন যে এক লাফে এত উঁচুতে উঠতে পারে শূন্যের মাধ্যমে এটা অবাক করার বিষয়। থেকেও বেশি অবাক লেগেছে তাদের সংসারবদ্ধ পরিবেশে বসবাস করা। আর সমুদ্রের মধ্যে নাবিকদের তারা যে সহযোগিতা করে এটা বেশ দারুন লাগলো। আসলে প্রাণীরাও অনেক বেশি বন্ধু প্রিয় হয়। ডলফিন সম্বন্ধে সুন্দর কিছু আপডেট আমাদের অবগত করার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।