You are viewing a single comment's thread from:
RE: বর্তমান নারী পাচার একধরনের সামাজিক ব্যাধি||
নারী পাচার আমাদের দেশের বর্তমান অহরহ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে এটি একটি দ্বন্দ্বনীয় অপরাধ। দালাল চক্ররা বিশেষ করে লক্ষ্য রেখে গ্রাম থেকে উঠে আসা শহর মুখী নারীদের কেননা এরা অতটাও বেশি চালাক থাকে না। তাছাড়াও অন্যান্য ক্ষেত্র মোতাবেক এরকম নারী পাচার হয়ে আসছে। এই বিষয়গুলোকে নির্মূল করার জন্য আমি মনে করি গার্ডিয়ান এবং দেশে সর্বত্র সর্বোচ্চ আইন জারি করা। যাতে এরকম কোন চক্রকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনী সাথে সাথে কঠোর শাস্তি প্রদান করে। শতকতা মূলক একটি পোস্ট উপহার দিয়েছেন আপনি ধন্যবাদ।
জি ধন্যবাদ ভাইয়া।