ঢাকা মাত্র 73 রান করে,,এটাতো ভারী লজ্জার বিষয়।সত্য এটাই যে বিপিএলের সর্বনিম্ন রান এইবার রেকর্ড করলো ঢাকা ক্যাপিটালস, এর আগে 80 রান ছিলো।প্রতুত্তরে যেহেতু বরিশাল মাত্র 6+ ওভারেই জিতেছে,তারমানে তামিমের দল দেখতেছি হেসে খেলেই জিতে গেছে।শুভ কামনা রইলো টিম বরিশালের জন্যে।আপনার রিভিউ টিও দারুন হয়েছে,ধন্যবাদ।