আপনার ২০১২ সালের ঘটনা যেনো আগামীতে আর না ঘটে সেই প্রার্থনা করছি। তবে খাবার-দাবারের বিষয় যথেষ্ট সজাগ থাকবেন আপু। তবে দারুন একটি রেসিপি তৈরি করেছেন আজকে। ওটস এর অমলেট দেখেই মনে হচ্ছে খেতে ভীষণ মজাদার হয়েছিলো। ডিম ধনেপাতা টমেটো এবং ক্যাপসিকাম এর সমন্বয়ে খুবই লোভনীয়ভাবে তৈরি করেছেন কিন্তু। দেখেই ভীষণ ভালো লাগতেছে, না জানি খেতে আরো কত মজাদার হয়েছিলো। যাই হোক রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।