You are viewing a single comment's thread from:

RE: সবার আগে ফাইনালে তামিমের বরিশাল ফর্চুন।।

in আমার বাংলা ব্লগ5 months ago

ইমন আর শামীমের ব্যাটিং এর গুণেই চিটাগাং ১৫৯ রান করতে সক্ষম হয়। পক্ষান্তরে ফরচুন বরিশাল তথা তামিমের টিম চমৎকার জয় নিয়ে মাঠ ছেড়েছে। সেই সাথে ফাইনালে খেলার টিকিট কেটে ফেলে। তৌহিদ হৃদয় দেখতেছি ফরচুন বরিশালের হয়ে চমৎকার খেলা খেলেছে। পাকিস্তানের মোহাম্মদ আলী তো দারুন বল করেছে। একেবারে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছে। যাই হোক আপনার রিভিউটি করে খুবই উপভোগ করলাম চিটাগাং এবং ফরচুন বরিশালের মধ্যে হওয়া ম্যাচ টি। পুরো খেলাটির রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

Sort:  
 5 months ago 

ইমন আর তহিদ হৃদয় বিপিএলে খুব ভালো ব্যাটিং করছে। তাদের খেলা আমার কাছে ভালো লেগেছে।