আমরা প্রত্যেকেই জানি মনের নিয়ত এবং ইচ্ছা শক্তি ঠিক থাকলে যে কোনো কাজের মধ্যেই মোটামুটি সফলতা পাওয়া যায়। কিন্তু তারপরেও পারিপার্শ্বিক কিছু বিষয় রয়েছে যার কারণে আমরা থেমে যাই। যেমন আপনার বর্তমান যে পরিস্থিতি বহন করছেন, এরকম পরিস্থিতি পাড়ি দিয়ে ক্লান্ত শরীর নিয়ে রমাদান মাসে সেই রকম ভাবে বাকি ইবাদত গুলি করা কঠিন হয়ে যাচ্ছে আপনার জন্য। এমনটাই কম বেশি প্রত্যেকের জীবনেই রয়েছে। তারপরেও আমাদের যথাযথভাবে চেষ্টা করতে হবে রমাদান মাসে বেশি বেশি করে আমল করার জন্য।