কাঁচা আমের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ❤️

in আমার বাংলা ব্লগ28 days ago (edited)

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আমের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250615_113339.jpg

IMG_20250615_103841.jpg

মধুমাস চলছে।প্রতি টি গাছে গাছে আমে আমে পরিপূর্ণ। গাছে গাছে আম ঝুলে থাকতে কি যে অপূর্ব লাগে তা বোঝাতে পারবো না।দক্ষিণা বাতাসে গাছে গাছে আম দোল খায়।

আম খুবই পুষ্টিকর ও লোভনীয় একটি ফল।এই ফলটি পছন্দ করে না এমন মানুষ নেই। কাঁচাপাকা যে কোন অবস্থায় আম খেতে ভালো লাগে।কাঁচা আম টক স্বাদের হলেও পাকলে সুমিষ্ট হয়ে যায়।

আগের দিনে শুধু দেশি আম ছিলো মানুষের বাড়িতে কিন্তুু এখন কলমের নানান প্রজাতির আম গাছ পাওয়া যায় এবং খুব ছোট ছোট গাছে বিশাল বড়ো বড়ো আম ধরে গাছে যা দেখতে দারুণ লাগে।

ছোট কলমের গাছে তো এক বোটায় অসংখ্য আম ধরে। আমের ভারে গাছ ভেঙে যাবে এমন অবস্থা।

কাঁচা আম আমার খুবই পছন্দের। কাঁচা আম মাখা কাসুন্দি দিয়ে চমৎকার লাগে।আম ভালোবাসি কিন্তুু খাই কম। নিজ হাতে আম কেটে নিয়ে খাওয়া বিরক্তিকর মনে হয়। আগে মা পাঁকা মিষ্টি আম কেটে দিতো আর গপাগপ খেতাম এখন আমার মেয়ে কাঁচা আম মাখায় আর তা খাই।
ছোট বেলায় বন্ধু বান্ধবীরা মিলে আম পেড়ে খেতাম একদম টক কাঁচা আম।লবণ হলুদ ও মরিচ দিয়ে খেতে দারুণ লাগতো।আম চুরি করে খাওয়ার তেমন কোন অভিজ্ঞতা নাই কারণ আমাদের বাড়িতেই প্রচুর আম গাছ এবং আমাদের গাছের আম ছেলেমেয়েরা চুড়ি করে খেতো।

আজকে যে আমের ফটোগ্রাফি শেয়ার করছি সবগুলো ছোট ছোট কলমের গাছের আম।প্রচুর আম ধরেছে গাছে দেখেই চোখ জুড়িয়ে যায়।আম গুলো দোল খাওয়া দেখতে দারুণ লাগে।

তো চলুন দেখা যাক আমের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি

IMG_20250615_113339.jpg

IMG_20250615_113357.jpg

IMG_20250615_103841.jpg

এই ছিলো আমার আজকের আমের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250625_200010.png

IMG_20250625_200019.jpg

Sort:  
 28 days ago 

কাঁচা আমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিটি এক কথায় দুর্দান্ত হয়েছে। খুবই সুন্দর করে কাঁচা আমের ফটোগ্রাফি গুলি ক্যাপচার করেছেন সেই সাথে ভিডিওগ্রাফিটি দেখে খুবই ভালো লাগলো।

 27 days ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 28 days ago 

আম খেতে আমার বেশ ভালো লাগে তবে কাঁচা আম একটু কমই খাই। আমারও নিজের হাতে আম কেটে খেতে খুবই বিরক্তকর লাগে। আপনার তোলা এই কাঁচা আমের ফটোগ্রাফি এবং ভিডিও দেখে বেশ ভালো লাগলো।

 27 days ago 

ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।

 26 days ago 

আপনার ভিডিওগ্রাফির দক্ষতার দেখছি কোন জবাব নেই৷ খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। এখানে যেভাবে আপনি কাঁচা আমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এই ভিডিওগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনি আমের সৌন্দর্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 26 days ago 

আপু ছোটকালে সবাই কম বেশি কাঁচা আম খেতেন লবণ দিয়ে। আর আপনি এটি ঠিক বলেছেন আগে শুধু গাছের দেশীয় আমগুলো ছিল। আর এখন কলপের কারণে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। আপনি কিন্তু চমৎকার কাঁচা আমের ফটোগ্রাফি করেছেন এবং ভিডিওগ্রাফি করেছেন। সুন্দর করে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।