ছোট আলু দিয়ে বেলে মাছের রেসিপি🥰

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো বেলে মাছ দিয়ে ছোট আলুর তরকারি রেসিপি । আশা করছি আপনাদের ভালো লাগবে।
ছোট আলু সিদ্ধ করে রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে।আমরা সাধারণত ছোট আলুর দম খেয়ে থাকি বেশি।আজকে দমের মতো করেই বেলে মাছ দিয়ে ছোট আলুর তরকারি রেসিপি করেছি।বেলে মাছ আমার পছন্দের একটি মাছ।দারুণ লাগে বেলে মাছ খেতে গ্রামে বেলে মাছ পাওয়া যায় না বল্লেই চলে তবে শহরে বেশ বড়ো সাইজের বেলে মাছ পাওয়া যায়।

IMG_20250712_175726.jpg

IMG_20250712_175711.jpg

IMG20250712144509.jpg

IMG20250712144507.jpg

IMG20250712144322.jpg

তো চলুন দেখা যাক বেলে মাছ ও ছোট আলুর রেসিপি টি কেমন

IMG_20250712_090253.png

ছোট আলু
বেলে মাছ
লবন
হলুদ
পেঁয়াজ কুচি
পেঁয়াজ বাটা
জিরা বাটা
আদা বাটা
গরম মসলা

PhotoCollage_1752314021096.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি গুড়ি গুড়ি আলু সিদ্ধ করে ছিলে দিয়েছি।

IMG_20250712_171708.jpg

দ্বিতীয় ধাপ

এরপর বেলে মাছ ধুয়ে পরিস্কার করে নিয়েছি ও লবন হলুদ মেখে নিয়েছি।

PhotoCollage_1752319178178.jpg

তৃতীয় ধাপ

এখন বেলে মাছ গুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি।

PhotoCollage_1752319329533.jpg

চতুর্থ ধাপ

চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি ও তাতে গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়েছি। ভেজে নিয়েছি।

PhotoCollage_1752320652200.jpg

পঞ্চম ধাপ

পেঁয়াজ ভাজায় আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়েছি ও লবন, হলুদ দিয়েছি নারাচারা করে নিয়েছি।

PhotoCollage_1752321020716.jpg

ষষ্ঠ ধাপ

এখন পেঁয়াজ বাটা,আদা,জিরা বাটা,মরিচের গুড়া।দিয়ে আলু গুলো খুবই ভালো করে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1752321090118.jpg

সপ্তম ধাপ

খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি।

PhotoCollage_1752321207029.jpg

অষ্টম ধাপ

এখন আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ও হয়ে গেলে গরম মসলা দিয়ে নারাচারা করে নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1752321379764.jpg

পরিবেশের জন্য তৈরি

IMG_20250712_175726.jpg

IMG_20250712_175711.jpg

IMG20250712144315.jpg
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর ছোট আলু দিয়ে বেলে মাছের চচ্চড়ি।রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250629_150913.png

IMG_20250629_150904.png

Sort:  
 2 days ago 

অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই রেসিপিটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কথাটা সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা রেসিপি। অনেক বেশি খেতেও ইচ্ছে করছে এটা।

 14 hours ago 

ধন্যবাদ আপু আমার রেসিপি আপনার পছন্দ হয়েছে জন্য।

 2 days ago 

বেলে মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি ছোট আলু দিয়ে বেলে মাছের মজার রেসিপি করেছেন। আর আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু আছে। এবং মাছের মধ্যে আলু দিলে খেতে কিন্তু আলাদা একটা মজা লাগে। মজার রেসিপি সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 14 hours ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 days ago 

অনেক লোভনীয় একটা রেসিপি ছিল এটা। দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে কার না লোভ লাগবে। এত সুন্দর ভাবে একটা রেসিপি তৈরি করেছেন, দেখতে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন, এটা দেখে অনেক বেশি ভালো লাগলো।

 14 hours ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 days ago 

ছোট আলু দিয়ে বেলে মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনার তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি একদম নিখুঁতভাবে রেসিপি টি সম্পূর্ণ করেছেন।

 14 hours ago 

সত্যি মজাদার সুস্বাদু রেসিপিটি।

 yesterday 

ছোট আলু দিয়ে বেলে মাছের রেসিপি দেখে ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে খুবই ভালো ছিল। তরকারির কালার অনেক ভালো এসেছে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 14 hours ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।