শালিক পাখির জ্বালাতনে আপনি অতিষ্ঠ জেনে খারাপ লাগছে।আমার সামনে মিনিমাম বিশটি সালিক দৌড়া দৌড়ি করছে।সালিক পাখি বেশ ভালোই জ্বালাত করে।আমার বাড়ির জানালার গ্লাসে এসে অত্যাচার করে।আসলে আগেকার দিনে মানুষ পাখি বাড়িতে আসকে শুভ মনে করতো।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
হ্যাঁ দাদা-দাদীদের মুখে শুনেছি।