আর্ট পোস্ট --💦 " কালো কলম দিয়ে ফুলের ডিজাইন আর্ট "

in আমার বাংলা ব্লগyesterday

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

কালো কলম দিয়ে ফুলের ডিজাইন আর্টঃ


6452.jpg

6448.jpg

6453.jpg

6455.jpg

বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো।আর্ট করতে আমি ভীষণ পছন্দ করি। যেকোনো আর্ট করতেই আমার ভালো লাগে। তাই সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করতে।আজ শেয়ার করে নেবো কালো কলম দিয়ে ফুলের আর্ট।আজকের আর্টটি করতে আমি শুধু একটি কলম ই ব্যবহার করেছি।আসুন তবে দেখি আজকের আর্টরি আমি ভাবে করেছি।আমি ধাপে ধাপে তুলে ধরছি আপনাদের বোঝার সুবিধার্থে।

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২.জেল পেন

6434.jpg

ধাপ-১


6435.jpg

আমি প্রথমে একটি গোল বৃত্ত এঁকে নিলাম। এরপর তার মধ্যে আরো কিছু বৃত্ত এঁকে নিলাম। আর মাঝের ঘরে কলমের শেড দিয়ে দিলাম। এরপর বৃত্তের উপর ছোট ছোট ফুলের পাপড়ি সহ ফুল এঁকে নিলাম।

ধাপ-২


6436.jpg

এবার ফুলের উপর একটি ত্রিভুজ আকৃতি করে ডিজাইন করে নিলাম।

ধাপ-৩


6437.jpg

এবার তার উপরে বড় করে একটি ফুল এঁকে নিলাম।

ধাপ-৪


6438.jpg

6439.jpg

এরপর মাঝের ত্রিভুজ আকৃতির ডিজাইনে কলমের শেড দিয়ে দিলাম।

ধাপ-৫


6441.jpg

এবার পাশে পাতা এঁকে নিলাম।

ধাপ-৬


6442.jpg

6443.jpg

এবার আরো একটি ফুল একটু ছোট করে এঁকে নিলাম। আর পাতা ও কলি এঁকে নিলাম।

ধাপ-৭


6444.jpg

6452.jpg

এই ধাপে এসে পাতা ও ফুলের কলি এঁকে নিয়ে আজকের মতো ফুলের ডিজাইনটি আঁকা শেষ করলাম।এই ফুলের ডিজাইনটি টেবিল ক্লথ কিংবা কুশনের মধ্যে এঁকে ভরাট সুতার কাজ করে নিলে ভীষণ সুন্দর হবে।আশাকরি আমার আজকের এই কালো কলমের ফুলের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


6451.jpg

6455.jpg

6452.jpg

6453.jpg

6454.jpg

পোস্ট বিবরন


শ্রেণীআর্ট পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আ‌জ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 6 hours ago 

বাহ আপনি তো কালো কলম দিয়ে খুব সুন্দর ফুলের ডিজাইন তৈরি করেছেন। আপনার ফুলের ডিজাইন কিন্তু অসাধারণ হয়েছে। আসলে কলম দিয়ে কিছু আর্ট করা খুব কষ্টকর। একটু এদিক-ওদিক হলে আর্ট গুলো নষ্ট হয়ে যায়। ভালো লাগলে আপনার ফুলের আর্ট।

 5 hours ago 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।