DIY পোস্ট - ❣️ " ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি "

in আমার বাংলা ব্লগ15 hours ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরিঃ


980.jpg

984.jpg

974.jpg

985.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ডাই পোস্ট। ডাই পোস্ট করতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। সময় লাগলেও তৈরি করা হয়ে গেলে দেখতে কিন্তু দারুন লাগে।আমি ওয়ালমেটটি তৈরি করে দেয়ালে টানিয়ে দিলাম।দেখুন না বন্ধুরা কতো সুন্দর লাগছে।এ ধরনের ডাই পোস্ট করতে আমি ভীষণ পছন্দ করি।তাই সময় সুযোগ হলেই আমি ডাই পোস্ট করতে বসে পরি।আসুন বন্ধুরা দেখে নেই এই ওয়ালমেটটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল --

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.রঙিন কাগজ
৩.শক্ত কাগজ
৪.এ্যাক্রেলিক কালার।
৫.কেঁচি
৬.গ্লু

ধাপ-১


958.jpg

964.jpg

প্রথমে শক্ত কাগজের উপর রঙিন কাগজটি গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।এরপর গ্লু দিয়ে গাছের কিছু ডাল তৈরি করে লাগিয়ে নিলাম।

ধাপ-২


966.jpg

এরপর আমি কিছু পাতা তৈরি করে রঙ করে নিলাম।

ধাপ-৩


968.jpg

এবার আমি কিছু ফুল তৈরি করে লাগিয়ে নিলাম গাছের ডালে।

ধাপ-৪


970.jpg

972.jpg

এরপর এক এক করে পাতা গুলো লাগিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে আমার ওয়ালমেটটি তৈরি করা শেষ হয়ে গেলো। কেমন হলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


980.jpg

974.jpg

985.jpg

984.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়



আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 14 hours ago 

ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করার পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লেগেছে আপু। অনেক সুন্দর হয়েছে।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 12 hours ago 

আপু ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ওয়ালমেট অসাধারণ হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।