" বাড়ির পথে " 🚈
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
বাড়ির পথেঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি ভীষণ স্পেশাল।কারন বাড়ির পথে আছি।আসলে সামনে আসছে ঈদুল আজহা।ধর্মীয় এই উৎসবে সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে আমার ভীষণ ভালো লাগে।আপনারা অনেকেই হয়তো জানেন আমার শ্বশুর -শ্বাশুড়ি কেউ বেঁচে নেই।আর দেবর-ননদরা সবাই দেশের বাইরে থাকেন।যেহেতু আমার হাসবেন্ড দেশে আছেন তাই আমরা চেষ্টা করি সব সময় ঈদের সময়টাতে বাড়িতে সবার সাথে কাটানোর।
আর এই উদ্দেশ্যে বাড়ির পথে ছুটে চলা।আর মাত্র কয়টা দিন বাকি আছে ঈদের।আর এদিকে ছেলের স্কুল ও বন্ধ হয়ে গেছে।তাই আর দেরি করলাম না।এবার নিজেদের গাড়িতে করেই রওনা হলাম।আর এবার ও আমার সাথে আমার আম্মুকে নিয়ে নিলাম।কারন বাড়িতে একা একা ছেলের মন ভালো লাগে না।যদিও আমার দেবর তার পরিবার নিয়ে খুলনা থেকে আসবে ঈদ করার জন্য। তখন বেশ ভালো ই লাগবে সবার।
আমরা দুপুরের খাবার খেয়ে রওনা হয়েছিলাম।পথে তেমন কোন জ্যাম পাইনি।তবে ফরিদপুরের পর কিছু সময় রাস্তার সব গাড়ি কিছু সময় আটকে ছিল রাজনৈতিক দলের মিছিলের কারনে।নয়তো এছাড়া বেশ আরামেই আসতে পেরেছিলাম।আমরা বাড়িতে এসে পৌঁছাতে পারি সন্ধ্যা ৭ টার সময়।যদিও আমরা বরিশাল এসে হাল্কা খাবার ও চা খেয়ে নিয়েছিলাম।আমরা বরিশাল আসার পর এখানে আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়েছিল।আকাশ রীতিমতো কালো হয়ে গিয়েছিল।
কিছু সময় বৃষ্টি ও হলো।পরিবেশ যেমন ঠান্ডা ছিল তেমনি ছিল সতেজ।চারিপাশটা এতো বেশী সতেজ লাগছিলো তা আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছেন আশাকরি।আমি সবুজ প্রকৃতি এতো ভালোবাসি তা আর কি বলবো।সবাই পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব উদযাপন করবেন এমনটাই আশাকরি।ঈদের আনন্দ ছড়িয়ে পরুক সব জায়গায়।মনের মতো কিছু ফটোগ্রাফি আমি করে নিয়েছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।
আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | ভ্রমন |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
https://x.com/shimulakter403/status/1930210051459035608?t=AexJR_V0AqCzhJCZDckvrg&s=19
https://x.com/shimulakter403/status/1930210051459035608?t=m-dHyBFBK4UmvXQVdP9I8Q&s=19
https://x.com/shimulakter403/status/1930211741012463920?t=NUvzeq8BFBjrgMrzqtKNGA&s=19
https://x.com/shimulakter403/status/1930211480344859013?t=53G-tsWCF2cDRvzUzl4xiw&s=19
https://x.com/shimulakter403/status/1930212750686597416?t=0sSVkno-VSvMec4dVc1nkA&s=19
https://x.com/shimulakter403/status/1930212530623848920?t=uRJk8aLpbJj_X3ZRdbD2mA&s=19
https://x.com/shimulakter403/status/1930213868908732508?t=b8xwdOUcKr1mSMOZZDQZoA&s=19
https://x.com/shimulakter403/status/1930214332971004066?t=F3-JX4UaW4Fdq7XtTwFEBQ&s=19
https://x.com/shimulakter403/status/1930215464938188876?t=Vz1UKj3cOpTIMXElPW5gLQ&s=19
https://x.com/shimulakter403/status/1930215275367956693?t=e-X6LaZ4iCTmr1lKtCwvCA&s=19