" ঈদ মোবারক সবাইকে " 🥰
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি জেনারেল পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।
ঈদ মোবারক সবাইকেঃ
বন্ধুরা,আমি আজ আবার এলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ ঈদুল আজহা।সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আবার আজকের পোস্ট লেখা শুরু করছি।মুসলমানদের ধর্মীয় দুটো বড় উৎসব আর তা হলো একটি ঈদুল ফিতর আর অন্যটি ঈদুল আজহা। আজকের এই উৎসব মুখর দিনে সবাই খুব সুন্দরভাবে দিনটি উদযাপন করেছেন এমনটা ই আশাকরি।মহান আল্লাহ রাব্বুল আলামীন কে খুশী করতে সকল ধর্মপ্রান মুসলমান এই দিনটি উদযাপন করেন।
আজকের এই দিনে ধনী-দরিদ্র সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল মুসলমান ভাই একই কাতারে ঈদের নামাজ আদায় করে দিনটি শুরু করেন।আমার বাংলা ব্লগ পরিবারে সকল ভাই-বোনদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।সবাই পরিবার পরিজন নিয়ে ঈদের খুশীতে মেতে উঠেছেন এমনটাই আশাকরি।ঈদের দিনগুলোতে ছেলেবেলার ঈদ আনন্দ অনেক খানি মিস করি।ছেলেবেলার ঈদ আজ ও মনের অনুভূতিতে ভালো লাগা আমেজ বয়ে আনে।কতো ই সুন্দর ছিল ছেলেবেলাকার ঈদ আনন্দ।
ছেলেবেলার সুখ অনুভূতি নিয়ে আজ ও মনে ভালো লাগা অনুভূতি বিরাজ করে।আমরা চাইলেও ছেলেবেলার সেই আনন্দ অনুভূতি গুলো খুঁজে পাবো না।তবে সেই ভালো লাগা অনুভূতি গুলো দিয়ে মনকে আজও রাঙ্গাতে পারবো এটা ও কিন্তু কম নয়।বড় হয়ে আজ দায়িত্বের বোঝা কাঁধে পরেছে।তাই চাইলে ও সেই ভালো লাগা ছেলেবেলার ঈদ আনন্দ কে ফিরিয়ে আনতে পারবোনা।দায়িত্ব নিয়ে আজ ঈদ উৎসব উদযাপন করি পরিবারের সবার সাথে।সময় অনেক কিছুই বদলে দেয় জীবন থেকে।
যে যার জায়গা থেকে আমরা ঈদ আনন্দ উপভোগ করি।পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্যের মাঝে এখন ঈদ আনন্দ আমরা করে থাকি।পরিবারের সকল সদস্যদের কথা চিন্তা করে আমাদের উৎসব আনন্দ মূখর হয়ে উঠে।পরিবার পরিজন নিয়ে আমরা আমাদের আনন্দ কে ভাগ করে নিয়ে উৎসব উদযাপন করে থাকি।আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই আজ শেষ করছি।সবাই নিরাপদে থাকবেন,সুস্থ থাকবেন।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | জেনারেল রাইটিং |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
https://x.com/shimulakter403/status/1932041784315785475?t=FKarfIXTTmIYoDfzxnRYUA&s=19
https://x.com/shimulakter403/status/1932041615667024056?t=46pYpAoAYObpo6_KmS_sIA&s=19
https://x.com/shimulakter403/status/1932043382542709030?t=jCdv_oUBZJ2RGuFp1PRSlg&s=19
https://x.com/shimulakter403/status/1932043131572380133?t=G3KL-HWvq9JniBaM57iTyg&s=19
https://x.com/shimulakter403/status/1932041784315785475?t=So4_ZoatoASch02y0Mtw5Q&s=19
https://x.com/shimulakter403/status/1932041615667024056?t=sJ6Fe9XlCta2o_I9uoDN5w&s=19
https://x.com/shimulakter403/status/1932047378821116228?t=hY8h6gRtt0uG7EXOC6Bxjw&s=19