অরিগামি পোস্ট - ❤️🧡 " রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুলের অরিগামি "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।আর তাইতো প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি।আজ রঙিন কাগজ দিয়ে আমি অরিগামি তৈরি করেছি।সেটাই শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙেই থাকবেন।
রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুলের অরিগামি তৈরিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে নানা রকমের জিনিস তৈরি করা যায়। আর রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো কিছুই দেখতে ভীষণ ভালো লাগে।আজ আমি রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুলের অরিগামি তৈরি করে দেখাবো।আশাকরি আমার আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।পদ্ম ফুলটি তৈরি করে নেয়ার আগে আসুন দেখে নেই এই অরিগামিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল --
প্রয়োজনীয় উপকরনঃ
১.রঙিন কাগজ
২.গ্লু
৩.কলম
৪.কেঁচি
ধাপ- ১
প্রথমে আমি কাগজ নিয়ে তিন সাইজ করে তিন টুকরো চার কোনা করে কাগজ কেটে নিলাম।
ধাপ- ২
প্রথমে চার কোনা কাগজের বড় টুকরোটিকে কোনাকুনি করে ভাজ করে নিলাম।এরপর আরো একটি ভাজ করে নিলাম।
ধাপ- ৩
এবার ভাজ করা কাগজের টুকরোটিকে আরো দুটো ভাজ করে নিলাম।
ধাপ- ৪
এবার কলম দিয়ে এঁকে নিয়ে কেটে নিলাম। কাটার পর ভাজ খুলে নিলাম।সুন্দর একটি ফুলের শেপ হয়ে গেলো।
ধাপ- ৫
আমার কাছে আরো ছোট দুই সাইজের যে কাগজের টুকরো আছে সেই দুটোকে ও আমি একই ভাবে ভাজ করে নিয়ে কলম দিয়ে এঁকে নিলাম। এরপর কেঁচি দিয়ে কেটে ফুলের শেপে তৈরি করে নিলাম।
ধাপ- ৬
এবার একটির উপর একটি গ্লু দিয়ে আটকে নিলাম। এরপর হলুদ রঙের কাগজ চিকন করে কেটে ভাজ করে মাঝখানে গ্লু দিয়ে আটকে নিলাম।এইতো হয়ে গেল আমার পদ্ম ফুল।
ধাপ- ৭
পদ্ম ফুল তো হলো।এবার পাতা তৈরি করার পালা।আমি প্রথমে সবুজ রঙের কাগজ গোল শেপ করে কেটে নিয়ে পদ্ম পাতার মতো করে কেটে নিলাম। এরপর গ্লু দিয়ে ফুলটিকে পাতার মাঝ বরাবর বসিয়ে আমার পদ্ম ফুলের অরিগামিটি তৈরি শেষ করলাম।
কেমন হলো বন্ধুরা??অবশ্যই কমেন্ট করে জানাবেন।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।
উপস্থাপনা
পোস্ট বিবরন
শ্রেণী | অরিগামি |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশা|করি আমার বানানো কাগজের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন অরিগামি পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর পদ্মফুল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলেও তৈরি করার পর দেখতে বেশ ভালই লাগে। আপনার তৈরি করার পদ্ম ফুলগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি অরিগ্যামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
বেশ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করেছেন আপু। বেশ সুন্দর বানিয়েছেন কাগজের পদ্ম ফুলটি। আসলে কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর হয়। আপনার পদ্ম ফুলটিও বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ পদ্মফুল বানানোর পদ্ধতি ধাপে ধাপে শেয়ার করার জন্য।
ফুল গুলো অনেক সুন্দর হয়েছে আপু। রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুলের অরিগামি তৈরি করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ওয়াও রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুলের অরিগামিটি আপনি ভীষণ সুন্দর করে তৈরি করেছেন। ভীষণ সুন্দর কিছু রঙিন কাগজ আপনি ব্যবহার করেছেন এবং সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ।
কি চমৎকার সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পদ্মফুলের অরিগ্যামি তৈরি করেছে। দেখতে অরিজিনাল ফুলের মতোই লাগছে।ধাপে ধাপে পদ্নফুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পদ্নফুল তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
নিজের দক্ষতাকে এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি অনেক সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছেন তো। আমার তো বেশ দারুন লেগেছে এই সুন্দর অরিগ্যামিটা দেখতে। বিশেষ করে আপনি এই অরিগ্যামি টাকে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এরকম ভাবে অরগ্যামি গুলো তৈরি করলে অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। তেমনি ঠিক এটার ক্ষেত্রেও হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি পদ্ম ফুলের অরিগ্যামি তৈরি করছেন।আপনার তৈরি করা পদ্ম ফুলের অরিগামি টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ধরনের ফুল গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
রঙিন কাগজের অরিগামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে পদ্ম ফুলের অরিগামি বানিয়েছেন। কাগজ দিয়ে কি চমৎকার ফুলের পাপড়ি বানিয়েছেন। আর এই ধরনের ফুলগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতেও চমৎকার লাগে। খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পদ্ম ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
পদ্মফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ এই পদ্মফুলের সৌন্দর্য আমাকে সব সময় অনেক বেশি মুগ্ধ করে৷ আর আজকে যেভাবে আপনি কাগজ দিয়ে এত অসাধারণ একটি পদ্ম ফুল তৈরি করে ফেলেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই৷ এখানে যেভাবে আপনি এত সুন্দর একটি ফুল তৈরি করেছেন তা তৈরি করার ধাপগুলো একের পর এক খুবই সুন্দর ভাবেই শেয়ার করেছেন৷ এটি দেখে যে কেউ এরকম সুন্দর একটি ফুল তৈরি করে ফেলতে পারবে৷