অরিগামি পোস্ট -❤️🧡 “ রঙিন কাগজ দিয়ে ঝাড়ু ও ডাস্ট প্যানের অরিগামি তৈরি “

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।আর তাইতো প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি।আজ রঙিন কাগজ দিয়ে আমি অরিগামি তৈরি করেছি।সেটাই শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙেই থাকবেন।

রঙিন কাগজ দিয়ে ঝাড়ু ও ডাস্ট প্যানের অরিগামি তৈরিঃ


IMG_1156.jpeg

IMG_1158.jpeg

IMG_1163.jpeg

ডিভাইস-আই প্যাড

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে নানা রকমের জিনিস তৈরি করা যায়। আর রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো কিছুই দেখতে ভীষণ ভালো লাগে।আজ আমি রঙিন কাগজ দিয়ে ঝাড়ু ও ডাস্ট প্যানের অরিগামি তৈরি করেছি।রঙিন কাগজ দিয়ে যা কিছুই তৈরি করা হোক না কেন দেখতে ভীষণ ভালো লাগে।এধরনের রঙিন কাগজের জিনিস গুলো দিয়ে ঘর সাজালে দেখতে খুবই সুন্দর লাগে।আবার বাচ্চারা এ ধরনের ছোট ছোট জিনিস দিয়ে খেলতে ভীষণ পছন্দ ও করে।আমি প্রতিনিয়ত চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করার।আশাকরি আমার এ ধরনের কাজ গুলো আপনাদের কাছে ভালো লাগে।আজকের তৈরি করা রঙিন কাগজ দিয়ে ঝাড়ু ও ডাস্ট প্যানের অরিগামি তৈরি করতে আমার কী কী উপকরণ লেগেছিল আসুন আগে দেখি —-

প্রয়োজনীয় উপকরনঃ

১.রঙিন কাগজ
২গ্লু
৩. কেঁচি

IMG_1136.jpeg

ধাপ-১


IMG_1138.jpeg

প্রথমে আমি এক টুকরো কাগজ কেটে নিলাম।

ধাপ-২


IMG_1139.jpeg

IMG_1140.jpeg

এরপর কাগজের টুকরোটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে ভাজটি খুলে নিলাম।এবার চার কোনা ভাজ করে নিলাম।

ধাপ-৩


IMG_1142.jpeg

এরপর ভাঁজ করা কাগজের দুপাশে আরো একটি ভাঁজ করে নিলাম।

ধাপ-৪


IMG_1143.jpeg

IMG_1144.jpeg

এবার কাগজের টুকরোটির একটি ভাঁজ খুলে লম্বা একটি ভাজ করে নিলাম।এরপর বক্সের আকৃতি করে নিলাম।

ধাপ-৫


IMG_1145.jpeg

IMG_1146.jpeg

এবার আমি এক পাশ ভাঁজ করে নিলাম।এবার আর এক টুকরো কাগজ নিয়ে পেঁচিয়ে লম্বা ষ্টিক তৈরি করে নিলাম।এরপর গ্লু দিয়ে ডাস্ট প্যান লাগিয়ে নিলাম।এভাবেই আমার কাগজের তৈরি ডাস্ট প্যানটি তৈরি করা হয়ে গেলো।

ধাপ-৬


IMG_1147.jpeg

IMG_1148.jpeg

এবার আমার ঝাড়ু তৈরি করে নেবার পালা।এজন্য আমি এক টুকরো কাগজ নিয়ে দুই ভাজ করে গ্লু দিয়ে আটকে নিলাম।

ধাপ-৭


IMG_1149.jpeg

IMG_1156.jpeg

এবার আমি গ্লু লাগানোর উল্টো দিকে কেঁচি দিয়ে কেটে নিলাম।এবার একটি কাগজের ষ্টিক বানিয়ে তার নিচে এই কেটে নেয়া অংশটি আটকে নিলাম।আর এভাবেই আমি ঝাড়ু তৈরি করে নিলাম।এইতো এভাবেই তৈরি হয়ে গেলো আমার রঙিন কাগজের ঝাড়ু ও ডাস্ট প্যানের অরিগামি।আশাকরি আমার আজকের এই অরিগামি তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।

উপস্থাপনা


IMG_1158.jpeg

IMG_1158.jpeg

আজ আর নয়।আশা|করি আমার বানানো কাগজের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন অরিগামি পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

IMG_0780.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

এত সুন্দর অরিগ্যামি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই সুন্দর অরিগ্যামি দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে এটা সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

এই ধরনের সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই অরিগ্যামি আমার তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে। ভাঁজে ভাঁজে দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে। আশা করছি এরকম সুন্দর হাতের কাজ সব সময় শেয়ার করবেন।

 2 months ago 

চমৎকার অরিগামি তৈরি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের অরিগামি তৈরি করতে এবং দেখতে ভালই লাগে।ঝাড়ু ও ডাস্ট প্যানের অরিগামী দেখে কিউট লাগছে। ছোট বাচ্চাদেরকে গুলো দিলে তারা খুব আনন্দ করে খেলবে। ভালো লাগলো দেখে ধন্যবাদ এত সুন্দর একটি অরিগামি উপহার দেওয়ার জন্য।

 2 months ago 

ঝাড়ু ও ডাস্ট প্যানের অরিগামি খুবই চমৎকার হয়েছে। আর এত সুন্দর ভাবে আপনি কাগজ ভাঁজ করেছেন দেখে মুগ্ধ হয়েছি। অনেক ভালো লেগেছে আপু।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে অরিগামি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা অরিগামি গুলো দেখতে দারুণ হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

যেভাবে আপনি কাগজ দিয়ে এই ঝাড়ু এবং ডাস্ট প্যানের অরিগামি তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এটি যখন আমি প্রথমে দেখেছিলাম তখন মনে করেছিলাম যে এটি বাস্তবের এবং এটি দিয়ে ময়লা পরিষ্কার করা যাবে৷ তবে এখানে যেভাবে আপনি এটি তৈরি করেছেন এখানে ময়লাও তৈরি করা রয়েছে এবং পরিষ্কার করার জন্য যে জিনিসপত্রের প্রয়োজন রয়েছে সবকিছুই আপনি নিজ হাতে তৈরি করে ফেলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে৷

 2 months ago 

কাগজের অরিগামি গুলো আমার কাছে বানাতে এবং দেখতে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ঝাড়ু ও ডাস্ট প্যানের অরিগামি বানিয়েছেন। তবে আপনার তৈরি অরিগামি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ঝাড়ু ও ডাস্ট প্যানের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।