" সবুজ সতেজ প্রকৃতির ফটোগ্রাফি "📷
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
সবুজ সতেজ প্রকৃতির ফটোগ্রাফিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি সবুজ প্রকৃতির সতেজ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়ে গেলাম।ফটোগ্রাফি করতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে।আর সবুজ প্রকৃতির ফটোগ্রাফি হলেও তো কোন কথাই নেই।সবুজ সতেজ প্রকৃতি মনকে সতেজ করে তোলে।
গত দুই দিন আগে শ্বশুরবাড়ি ঈদ করতে আসার সময় গাড়িতে বসে অনেক অনেক ফটোগ্রাফি করেছি।গাড়ি এতো স্পিডে ছিল তার পরেও ফটোগ্রাফি করতে পিছ পা হইনি।কারন ভালো লাগার জায়গা আমার এই সবুজ সতেজ প্রকৃতি।
বৃষ্টি হওয়াতে গাছপালার সব ধুলো বালি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়ে গাছপালা সতেজ হয়ে গেছে।কি দারুন লাগছিলো গাছগুলো।এমন সতেজ গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম মন ততই সতেজ হয়ে যাচ্ছিল।
আমি বাড়িতে যখন ই যাই না কেন ফটোগ্রাফি করতে করতে আমার মোবাইলের গ্যালারি ফুল করে ফেলি।সতেজ প্রকৃতি দেখলে মনকে দমিয়ে রাখা যায় না।তাই তখন মোবাইল আমার হাতেই থাকে সুন্দর সতেজ প্রকৃতির ক্যাপচার করার জন্য। আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশাকরি।
আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | Samsung A20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সবুজ প্রকৃতি সব সময় মন কেড়ে নেই। আপনার সবুজের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে গ্রামে সবুজের সৌন্দর্য সব সময় ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে সবুজ প্রকৃতির কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি সবুজ প্রকৃতির চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো এমনিতে চমৎকার হয়। আপনার এক একটা ফটোগ্রাফি সত্যি এতই চমৎকার হয়েছে দেখতে বারবার মন চাইলো। এত চমৎকার কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
https://x.com/shimulakter403/status/1931190193723462051?t=FN5URxgEJIyYzbjuv0m5og&s=19
https://x.com/shimulakter403/status/1931189961321075059?t=SnGNczDAWtUC2w_OYkwmrg&s=19
https://x.com/shimulakter403/status/1931204489215647803?t=jQgBcRyImLo7q6Wt29ywnQ&s=19
https://x.com/shimulakter403/status/1931204259850473674?t=SUeFlDqEYJlMJXHLBE7p3w&s=19