DIY পোস্ট - " ক্লে দিয়ে প্রাকৃতিক সুন্দর একটি দৃশ্য তৈরি "

in আমার বাংলা ব্লগ2 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে প্রাকৃতিক সুন্দর একটি দৃশ্য তৈরিঃ


20250723_085648.jpg

20250723_085831.jpg

20250723_085648.jpg

20250723_090254.jpg

বন্ধুরা,আজ আমি আবার ও হাজির হয়ে গেলাম সুন্দর একটি পোস্ট নিয়ে।আমি আজ একটি ডাই প্রজেক্ট শেয়ার করে নেব।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।নতুন কিছু বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে আমার খুবই ভালো লাগে।আজকের পোস্টটি ক্লে দিয়ে ডাই প্রজেক্ট। ক্লে দিয়ে নানা সময় নানা রকমের জিনিস আমি তৈরি করে থাকি।ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো তৈরি করতে সময় লাগলেও তৈরি হয়ে যাওয়ার পর দেখতে ভীষণ ভালো লাগে আমার। আমি তাই সময় সুযোগ পেলেই ক্লে দিয়ে নানা জিন্স তৈ করে থাকি।আজকের আমার তৈরি করা ডাই প্রজেক্ট আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন বন্ধুরা আগে দেখে নেই এই ডাই প্রজেক্টটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.স্কেল
৩.কার্ডবোর্ড

20250723_082452.jpg

ধাপ-১


20250723_082528.jpg

20250723_082607.jpg

20250723_082739.jpg

আমি প্রথমে দুই রঙের ক্লে এক সাথে মিশিয়ে নিয়ে কার্ডবোর্ডের উপর আকাশ তৈরি করে নিলাম।

ধাপ-২


20250723_082903.jpg

20250723_082908.jpg

20250723_082933.jpg

এবার আমি সাদা রঙের ক্লে গোল গোল করে দিয়ে স্কেলের সাহায্যে মেঘ তৈরি করে নিলাম।

ধাপ-৩


20250723_083204.jpg

এবার সবুজ রঙের ক্লে দিয়ে নিচের অংশটি ফিল আপ করে নিলাম।

ধাপ-৩


20250723_083536.jpg

20250723_083707.jpg

20250723_083911.jpg

এবার আমি ক্লে দিয়ে গাছ তৈরি করলাম।এরপর পাতা কিছু বানিয়ে নিলাম।এরপর পাতা গুলো গাছে সেট করে নিলাম।

ধাপ-৪


20250723_084750.jpg

এরপর আমি কিছু ফুল তৈরি করে লাগিয়ে নিলাম।

ধাপ-৫


20250723_085004.jpg

20250723_085310.jpg

এরপর আমি এক এক করে কিছু ঘাস তৈরি করে লাগিয়ে নিলাম।

ধাপ-৬


20250723_085648.jpg

এরপর আমি দুই রঙের ফুল তৈরি করে লাগিয়ে নিলাম। এরই মধ্যে আমার ডাই প্রজেক্টটি তৈরি করা শেষ হলো।কেমন হলো বন্ধুরা?? অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


20250723_090427.jpg

20250723_090250.jpg

20250723_085904.jpg

20250723_085831.jpg

20250723_085749.jpg

পোস্ট বিবরন


.

শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuLgcyvzqGbDVq1WKpH2cjEcUuzRH2koMcvJ3yPHwFSq3uXHBiL3ZZhUoSgtRD...EQqAYMuXBfHEAcyhxAJ1uzYQxwbrVtUrfmjeZyN4WxBiJYUbNVxfnLT5Tp9PueGzn86aezWm1kgs5s7AaFvEMfzWcQBShgNh72MYKqSUAkAEGy2ywrHkEFgoY.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

Sort:  
 2 months ago 

ওয়াও দারুন ভাবে এটা তৈরি করেছেন তো আপনি। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে।এই ধরনের কাজ গুলো আমি সব সময় পছন্দ করি।এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনার কাজ গুলো সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।

 2 months ago 

ওয়াও আজকে আপনি আমাদের মাঝে ক্লে দিয়ে প্রাকৃতিক সুন্দর একটি দৃশ্য তৈরি করেছেন।ক্লে দিয়ে এমন প্রাকৃতিক দৃশ্য তৈরি করা সত্যিই প্রশংসনীয়! আপনার শিল্পকর্মে প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে।এই শিল্পকর্মটি দেখে আমার ছোটবেলার গ্রামের স্মৃতি মনে পড়ে গেল। আপনার কাজে প্রকৃতির সত্যিকারের আবেগ আছে!

 2 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি ক্লে দিয়ে তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। ভীষণ সুন্দর কালারফুল হয়েছে দেখতে। ক্লে দিয়ে এমন প্রাকৃতিক দৃশ্য তৈরি করা অনেক বেশি কঠিন এবং পরিশ্রমের কাজ। আর তার সাথে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। আপনি আপনার দক্ষতা ভীষণ সুন্দরভাবে প্রকাশ করেছেন এমন সুন্দর একটি দৃশ্য তৈরি করে। ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।

 2 months ago 

ক্লে দিয়ে খুব চমৎকার একটি দৃশ্য তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে আপনার তৈরি করা কাজটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই নিখুঁতভাবে কাজটি সম্পূর্ন করেছেন।দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে ভালই লাগে। আর এভাবে ক্লে দিয়ে তৈরি করলে তো কথাই নেই। খুব সুন্দর ও নিখুঁতভাবে আপনি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। অনেক ধৈর্য ধরে পরিশ্রমের মধ্য দিয়ে অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আপনি তৈরি করেছেন। সুন্দর সুন্দর কিছু রংয়ের ক্লের ব্যবহার আপনি করেছেন। ভীষণ সুন্দর হয়েছে ক্লে দিয়ে তৈরি এই প্রাকৃতিক দৃশ্যটি। ধন্যবাদ এত সুন্দর একটি দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপু ক্লে দিয়ে কিছু তৈরি করলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানাতে সুবিধা হয়। আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

এত সুন্দর একটা ডাই তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার ক্লের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরে সাজিয়ে রাখেন। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।

 2 months ago 

অসাধারণ হয়েছে আপু। এরকম সুন্দর পোস্ট দেখতেও ভালো লাগে। আর আপনি অনেক সময় নিয়ে এই হাতের কাজটি করেছেন দেখেও খুবই মুগ্ধ হয়েছি আপু।

 2 months ago 

আপনার কাছ থেকে এই জিনিসটা দেখে মনে হচ্ছে যেন একেবারে বাস্তবিক একটি দৃশ্য চোখের সামনে ভেসে আসছে৷ যেভাবে আপনি ক্লে দিয়ে আজকের এই চমৎকার পোস্ট তৈরি করে ফেলেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ একইসাথে এখানে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা একের পর এক ধাপে ধাপে খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷