দিদি,আপনি আপনার ঘুম কাতুরে চোখে ঘটে যাওয়া অভিজ্ঞতা শেয়ার করলেন।সত্যি খুব কষ্টের কথাই।তবে আমার এমনটা কখনও হয়নি।আমি ২ বার পোস্টে বেনিফিসিয়ারি দিয়ে অ্যাড করে দেইনি বলে পোস্ট দুটো বাতিল হয়ে গিয়েছিল।খুব কষ্টের দিদি।হাতে লিখি আমিও।খুব কষ্ট দুই দিন আমিও পেয়েছিলাম।কষ্টের অনুভূতি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।
আপু,সত্যিই বেশ খারাপ লাগে এভাবে পুরো পোষ্ট লিখে নষ্ট হয়ে গেলে।ধন্যবাদ আপনাকে।