দাদা মুভির রিভিউটি পড়ে মুভিটি দেখার ইচ্ছে জাগলো খুব।এক সময় অনিল কাপুর, ঋতিক রোশনের মুভি খুব বেশীই দেখা হতো।এখন আর সময়ের জন্য দেখা হয়ে উঠে না।কাশ্মীরকে নিয়ে পাকিস্তান আর ইন্ডিয়ার মাঝে এই যে একটা দ্বন্দ্ব চলছে তা নিয়েই মূলত মুভির কাহিনী।আমি দেখেছিলাম পাকিস্তানের একটি বাচ্চা মেয়ে ইন্ডিয়া চলে এসেছিল, সালমান খানের এই মুভিটি আমি কয়েকবার দেখেছি।খুব ভালো লেগেছিল।অন্য রকম এক অনুভূতি মনের মাঝে বিরাজ করে।আপনার আজকের মুভির রিভিউটি আপনি চমৎকার ভাবে করলেন।আর গানগুলো শুনলে মনে শিহরণ জাগে বললেন।তবে তো সময় করে দেখতেই হয় মুভিটি।ধন্যবাদ দাদা আপনাকে খুব সুন্দর একটি মুভির রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।