📷 " প্রকৃতির মাঝে আছে আমাদের প্রাণ "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
প্রকৃতির মাঝে আছে আমাদের প্রাণঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি প্রকৃতির স্নিগ্ধ পরিবেশের।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের শেয়ার করা প্রকৃতির ফটোগ্রাফি গুলো।আমার কাছে তো প্রকৃতি ভীষণ ভালো লাগে।সবুজ প্রকৃতি হলো আমাদের প্রাণ।এই প্রকৃতির মাঝেই আমাদের জীবন।জীবনকে সুন্দর রাখতে হলে সবুজ প্রকৃতিকে সজীব রাখতে হবে আমাদেরকেই।
সবুজ প্রকৃতির মাঝে থাকতে পারলে শরীর ও মন ভালো থাকে।আমরা যারা প্রয়োজনের তাগিদে শহরে বসবাস করি তারা সুন্দর সবুজ প্রকৃতির সান্নিধ্য থেকে বঞ্চিত হই।একবার প্রকৃতির মাঝে গেলে মন পরে থাকে সবুজের সান্নিধ্যে।
আর তাই যখন সবুজের সান্নিধ্যে যাই তখন মন ভরে সবুজের সৌন্দর্য কে উপভোগ করি।আর মোবাইলে প্রকৃতির সৌন্দর্য কে ও ধারণ করি।
আমার মতো সবুজের সান্নিধ্যে থাকতে কার কার ভালো লাগে??অবশ্যই কমেন্ট করে জানাবেন।প্রকৃতির মাঝে আছে আমাদের প্রাণ।এই সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | samsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
মাঝে মাঝে আমিও প্রকৃতি নিয়ে লিখি। স্মৃতির মাঝে সময় কাটাতে খুবই ভালো লাগে। প্রকৃতির বিষয়ে আপনার ফটোগ্রাফি বর্ণনা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ও।
আপনি আপনার পোস্টটিতে প্রকৃতি ও মানুষের আত্মিক সম্পর্ককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রকৃতির মাঝে সত্যিই আমাদের প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যায়। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, তা আমাদেরই কল্যাণে ফিরে আসে।প্রকৃতির মধ্যে আমাদের প্রাণের অস্তিত্ব খুঁজে পেলে আমরা তাকে আরও বেশি মূল্য দেব। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা এই সম্পর্ককে আরও গভীর করতে পারি।
মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
https://x.com/shimulakter403/status/1919039848263889309?t=dh9ha7UKjnJ9EUkxOKY6EA&s=19
https://x.com/shimulakter403/status/1919042171656872332?t=3phkzmhubjeHyV734tzA3A&s=19
X-promotion
আপনার মত আমিও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভীষণ পছন্দ করি। প্রকৃতির মাঝে আসলেই প্রাণ ফিরে পাওয়া যায়। সবুজ প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারলেই শান্তি কি জিনিস সেটা উপলব্ধি করা যায়। প্রকৃতির কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ দিদি মনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য।