You are viewing a single comment's thread from:
RE: ইকো পার্কে হস্তশিল্প মেলা ।পর্ব -৪
নিউটাউন হস্তশিল্প মেলায় গেলেন দিদি।একদিনে সম্পূর্ণ মেলা দেখে শেষ করা যাবে না।আপনি তিনদিন গিয়েছিলেন।তবে তো অনেকটাই বড়।আর তাছাড়া আপনি যে ফটোগ্রাফিগুলো শেয়ার করলেন তা দেখেতো আমি একবারেই মুগ্ধ। এসব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতেও সময় নিয়ে আসলে যেতে হয়।বেতের জিনিসপত্র গুলো দারুন ছিল।বড় বড় ফুলদানী ও খুব সুন্দর লাগছে। এখানে সবকিছুই ঘর সাজানোর জন্য পারফেক্ট জিনিসপত্র। আমার কাছে সত্যিই খুব ভালো লাগলো।আশাকরি সকলের এই হস্তশিল্পগুলো ভালো লাগবে।শেয়ার করে দেখার সুযোগ করে দেবার জন্য অনেক ধন্যবাদ দিদি আপনাকে।