You are viewing a single comment's thread from:

RE: বাবা দিবস। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

বাবা দিবসকে কেন্দ্র করে চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন। আমরা আসলে সব জানি সব বুঝি। তারপরেও আমরা অবুঝ।বাবা-মা ছেলেবেলায় যেভাবে আমাদেরকে লালন-পালন করেছেন।আমাদের ও উচিত সেই ভাবে তাদের লালন-পালন করা।কিন্তু আমরা এতো সব জেনে বুঝেও তাদের প্রতি উদাস থাকি।বাবা হলো বটগাছের ছায়ার মতো।সেই ছায়ায় বেড়ে উঠলেও যখন বড় হয়ে যাই আমরা তখন ওই ছায়ার আর দরকার হয়না আমাদের। আর এজন্য ই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়।কিন্তু এটা কখনো ই কাম্য নয়।মা-বাবা বেশী কিছু চায়না। তাদের কে সময় দিন।তারা এতোটুকুই চায় শেষ বয়সে এসে।চমৎকার কিছু অনুভূতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে ভাইয়া।