প্রথম দিন কোন রেসিপি তৈরি করলে আসলে ফটোগ্রাফি করা আর হয়ে উঠে না। আসলে রেসিপিটি খেতে কেমন না কেমন হয় এটা একটা ব্যাপার।মেয়ের আবদারে দ্বিতীয়বারের মতো পটেটো ললিপপ তৈরি করে নিলেন।আর খেতে দারুন স্বাদের হয়েছিল। রেসিপিটি দেখে খুব ভালো লাগলো আপু। এ ধরনের রেসিপি গুলো বাচ্চাদের ভীষণ পছন্দ। ধাপে ধাপে তুলে ধরেছেন রেসিপিটি তাই যে কেউ এই রেসিপিটি চাইলে তৈরি করে নিতে পারবে।