রমজান মাসে প্রতিটি জায়গাতে একটু সুযোগ সুবিধা দেওয়া ভীষণ জরুরী।আপনার কথার সাথে আমিও একমত রমজান মাসে অনলাইন ক্লাস নেয়া যেতে পারে। ভার্সিটির ছেলেমেয়েরা তো আর ছোট নয়।এরা পড়া সহ সবকিছু ই অনলাইনে করে নিতে পারবে।আর তার উপর ইবাদতে ও মন দিতে পারবে।৭ তলা উঠা কি কম কথা নাকি? এটা ভীষণ অন্যায়।এরপর এই গরমের মধ্যে বাসে করে বাসায় ফেরা। আরো বেশী কষ্টের।দোয়া করি কর্তৃপক্ষের মাথায় শুভ বুদ্ধির উদয় হোক। আল্লাহ রাব্বুল আলামীন তাদের কে বুঝদান করুন,আমিন।