সত্যি ই আপু মা-বাবার ভালোবাসা যারা পেয়েছে তারাই জানে এর মূল্য কতোটা।মায়ের ভালোবাসার তুলনা হয় না কিছুতে।এই মা -বাবার বয়স হয়েছে আর এটা ভাবলে ও কষ্ট বেড়ে যায়।প্রতিটি মা-বাবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।সুস্থ ও সুন্দর থাকুক পৃথিবীর প্রতিটি মা-বাবা।