রমজান মাসে সত্যি সকালের টাইমে একটু ফ্রি থাকলেও দুপুরের পর থেকে একদম বসার সময় পাওয়া যায় না।রান্না, ইকতার সব কিছু রেডি করতে হিমশিম খেতে হয়।আর ইফতারের পর তো আরো বেশী ঝামেলা।তবুও ভালো ভাইয়া আপনাকে হেল্প করে।আশাকরি এজন্য কষ্ট কিছুটা কম হচ্ছে। আপু আপনার ভাসুরের বাসার ইফতার আয়োজন দেখে অনেক বেশী ভালো লেগেছে।এতো এতো খাবারের আয়োজন করা সময় সাপেক্ষ ব্যাপার।সবাইকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এমনটাই আশাকরি।