নড়াইল ভ্রমন খুব বেশী ইনজয় করেছেন বুঝতে পারলাম। নড়াইলের রেল স্টেশন বেশ ছিমছাম ও গোছানো।এমন পরিবেশে সময় কাটাতে ভালো লাগার কথাই।যদিও নড়াইলে কোন রিলেটিভ নেই তাই রেল স্টেশন দেখার সম্ভাবনা কম।তবে যদি কখনো কোন ভাবে যেতে পারি তবে অবশ্যই ঘুরে আসব।অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।