দাদার সাথে মাছ কিনতে যাওয়ার শৈশবের একটি মজার স্মৃতি||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি শৈশব স্মৃতি আপনাদের সবার মাঝে তুলে ধরব। শৈশবের স্মৃতিগুলো তুলে ধরতে ভালো লাগে। তো বন্ধুরা চলুন আমার আজকের এই পোস্ট পড়ে নেওয়া যাক।
দাদার সাথে মাছ কিনতে যাওয়ার শৈশবের একটি মজার স্মৃতি:

source
শৈশবের প্রত্যেকটি স্মৃতি অনেক বেশি মধুর এবং সুন্দর। দাদার সাথে মাছ কিনতে যাওয়ার সেই সুন্দর শৈশবের স্মৃতিগুলো এখন অনেক মনে পড়ে। আমার এখনো সেই দিনটির কথা মনে পড়ে যেদিন আমি দাদার পিছ নিয়েছিলাম দুপুর থেকেই। আমি তাকে বলেছিলাম আমাকে নিয়ে হাটে যেতে হবে। হাটবার মানেই বাড়ি থেকে মহিষের গাড়িতে করে ধান নিয়ে যাওয়া হতো আর বিক্রি করে বাজার করা হতো।
আমাদের বাড়িতে মহিষ ছিল আর মহিষের গাড়ি ছিল। মহিষের গাড়িতে যখন ধান নিয়ে যাওয়া হয়। আমি এবং দাদা দুজনেই গিয়েছিলাম। দাদা প্রথমে আমাকে নিয়ে যেতে না চাইলেও অবশেষে রাজি হয়েছিলেন। এখন ধান বিক্রি করার পর দাদা বললেন আমি কি খেতে চাই। আমি তো জিলাপি খেয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম মাছ বাজারে। মাছ বাজারে গিয়ে তো দেখি বিভিন্ন রকমের বড় বড় মাছ উঠেছে।
দাদা আমাকে বলল তুমি যেই মাছ টি পছন্দ করবে সেটাই আজকে নিবো। আমি গিয়ে পছন্দ করলাম একটি বোয়াল মাছ। বোয়াল মাছ সত্যি অনেক বেশি সতেজ এবং তাজা ছিল। বড় সাইজের ছিল তাই ধরার মতো উপায় ছিল না। আর আমিও এমন করছিলাম যে আমি নিজ হাতেই ধরবো। মাছটির উচ্চতা প্রায় আমার সমান ছিল। আজকাল তো এসব মাছ একেবারেই পাওয়া যায় না। আগেকার সময় বড় বড় মাছ পাওয়া যেত।
আসলে ছোটবেলার আনন্দ গুলোই আলাদা রকমের। সেদিন মাছ কিনতে গিয়ে আমার সত্যি খুবই ভালো লেগেছিল। আর নিজের পছন্দের মাছটি কিনতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আমার এখনো সেই সুন্দর দিনটির কথা অনেক বেশি মনে পড়ে। আর মনে হয় আবার যদি সেই সুন্দর দিনটি ফিরে পেতাম তাহলে অনেক ভালো হতো। আর সময়টাকে আবারও উপভোগ করতাম।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1968317168799666586?t=cZW2pcONVds8jYyoBGnylw&s=19
https://x.com/shopon700/status/1968344222572126606?t=uSvKnFirNgj0hjGP6dpAYg&s=19
https://x.com/shopon700/status/1968344632921886952?t=NA7ZT8ufnl4WljOl85cSkw&s=19
https://x.com/shopon700/status/1968345169268441558?t=PgpaO4QwuhdjG92Gc7_Xhw&s=19
https://x.com/shopon700/status/1968345590678556940?t=9vSr0xfVSFitx6vlSykEig&s=19