এই মুভিটির নাম হলো "ব্ল্যাক ওয়াটার"। এই মুভিটিতে অ্যাকশন এর সাথে সাথে থ্রিলার পার্টও আছে।
"ব্ল্যাক ওয়াটার" এই মুভিটি একটি অ্যাকশন মুভি এটা আপনার মুভি রিভিউ পড়ে বোঝাই যাচ্ছে দাদা। দাদা আপনার শেয়ার করা মুভি রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। তবে ইংলিশ মুভি খুব একটা দেখা হয়না। আজকে আমি যখন আপনার এই মুভি রিভিউ পড়ছিলাম তখন আলাদা রকমের অনুভূতি তৈরি হয়েছিল। এই মুভি রিভিউ পড়ার মাধ্যমে জানতে পারলাম এই মুভিটি পানির নিচে সাবমেরিনে তৈরি করা হয়েছে। জেসমিন আর জন ক্লড ভ্যান নিজেদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে শত্রুপক্ষের হাত থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে। দারুন এই মুভি রিভিউ শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। ♥️♥️