RE: আমাদের লিচু বাগানে এখন আম ধরে।
দুপুরবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর ঘরে খিচুড়ি ডিম ভাজি রান্না হয়েছে। সাথে বেগুন ভর্তা আর ইলিশ মাছ ভাজি । ভাবুন তো কেমন লাগবে?? কি জিভে পানি চলে আসলো নাকি??
প্রথমে আপনার পোস্টের টাইটেল পড়ে মনে করেছিলাম লিচু গাছে হয়তো কলম দিয়ে আম গাছের জাত লাগানো হয়েছে। পরে বুঝতে পারলাম আসলে ব্যাপারটি সেরকমটা নয়। আসলে লিচু বাগানে আমের গাছ লাগানো হয়েছে। কোন জমিতে পানি জমে থাকে তাহলে সেখানে লিচু গাছ ভালো ভাবে বেড়ে উঠতে পারে না। লিচু গাছের গোড়া পচে গিয়ে লিচু গাছ মরে যায়। আমার বাসায়ও এমন হয়েছে। তবে যাই হোক বৃষ্টির সময় খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। যখন আপনার লেখা পড়ছিলাম তখন আমার জিভে জল চলে এসেছিল ভাইয়া। মনে হচ্ছে যেন এখনই তৈরি করে খেয়ে ফেলি। অনেক সুন্দর ভাবে আপনি আপনার লেখাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।💓💓