একটা ঠেলা মারলে পড়ার টেবিল থেকে বিছানার কাছে চলে আসি। হে হে হে মজা না??
ঢাকা শহরে এত সুন্দর এবং পরিপাটি একটি বাসা খুঁজে পাওয়া সত্যি অনেক কঠিন ব্যাপার ছিল ভাইয়া। বাসা খুঁজতে আপনি অনেক পরিশ্রম করেছেন এর আগের পোস্টে আমরা জানতে পেরেছি। তবে অবশেষে সব কাজ সামলে নিয়ে নিজের রুমটিকে সুন্দরভাবে সাজিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার কেনা চেয়ারটি আমার অনেক পছন্দ হয়েছে। এরকম একটি চেয়ার আমাকেও কিনতে হবে। আপনার বারান্দায় মরিচ গাছ লাগালে ভালো হবে ভাইয়া। টবে মরিচ গাছ বেশ ভালো হয়। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।❤️❤️
আপনার জন্য ও শুভকামনা ভাই।