You are viewing a single comment's thread from:

RE: আপনার জীবনে একজন নারীর গুরুত্ব কতটুকু? || সবাইকে নারী দিবসের শুভেচ্ছা ❤️

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনি হয়ত এমন কথা শুনে থাকবেন, ও তো মেয়ে মানুষ আজ বাদে কাল বিয়ে হয়ে যাবে, ওর জন্য এতো করে কি লাভ? বয়স হয়েছে বিয়ে দিয়ে দাও। আর শ্বশুরবাড়িতে প্রবেশের পর পরের বাড়ির মেয়ে বিয়ে বয়ে এসেছো, কাজ কর্ম কি কিছু শিখেছো? ঐ যে রান্নাঘর, তোমার ঠিকানা। আর খেতে গেলে সবার পরে খাবে, যদি কিছু বেঁচে থাকে। এই হচ্ছে আমাদের পুরো সোনার বাংলার অবস্থা 🥀 যেখানে একজন বধুকে শুধুমাত্র ঘরের কাজ কর্মে নিয়োজিত করা হয়। আর তাদের সুখ এবং চাহিদার মূল্যয়ন কোন কালেই ছিল না। এ গল্পটা বাংলাদেশের ঘরে ঘরে রয়েছে। তবুও কিছুটা পরিবর্তন হয়ত এসেছে তবে এখনো তা আশাব্যঞ্জক নয়

আপনার লেখাটুকু কপি করে পেস্ট করলাম প্রথমে। কারণ প্রতিটি কথাই মনের কথা এবং সঠিক কথা। আমাদের সমাজে এমন ঘটনা হরহামেশাই ঘটছে। যতই শিক্ষিত হইনা কেন আমাদের এই ধারণা এখনো পাল্টায়নি। কবে পাল্টাবে তাও জানিনা তবে আমাদের চেষ্টা করে যেতে হবে। নারীরা একটি সমাজের মূল সেটা বোঝাতে হবে সকলকে। সুন্দর লিখেছেন ভাই খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ ভাই আমার কথাগুলো যথার্থ উপলব্ধি করার জন্য। আমাদের চেষ্টা করতে হবে পরিবর্তনের জন্য 💌