প্রথমেই বলছি দাদা আপনার রিভিউ পোষ্ট গুলো সুন্দর ভাবে বুঝিয়ে লেখেন যে কারনে বুঝতে একটুও অসুবিধে হয় না। সত্যি বলতে দাদা আমি বেশ কিছু ইংলিশ মুভি দেখেছি কিন্তু মূল চরিত্রের নাম মনে রাখতে পারিনি। জন ক্লড ভ্যান ড্যাম এর মুভিও দেখেছি। কিন্তু আজকে নাম টা ভাল করে জানলাম। পুরো কাহিনী টি পড়লাম। ভালই লেগেছে। জন ক্লড ভ্যান ড্যাম এর বডি স্ট্রাকচার আমার কাছে ভাল লাগে। ওর পেশী ও অন্যান্য এক্সপ্রেশন দেখার মতন।মুভিটি দেখার আগ্রহ প্রকাশ করছি। ধন্যবাদ দাদা ভাল থাকবেন ।শুভেচ্ছা রইল আপনার জন্য।