You are viewing a single comment's thread from:

RE: চিন্তার বেড়াজাল ||@shy-fox 10% beneficiary

তবে দিনশেষে আমি একটা কথাই বলতে চাই, যে চিন্তাই করুন না কেন, আগে নিজের থেকে সঠিক চিন্তা গ্রহণ করার সিদ্ধান্ত নিন, তারপরে সবার সঙ্গে মিলেমিশে বসে সেই চিন্তা গুলোকে শেয়ার করুন এবং তারপরে যেটা উদয় হবে, সেই ভাবে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। তবে জীবন আপনার, সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। এবং এভাবেই চিন্তার বেড়াজাল গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সর্বত্র ।

সঠিক সিদ্ধান্ত নেয়া বিরাট একটি বড় কাজ, আমাদের মাঝে অনেক রকম মানুষ আছে কানের কাছে এসে অনেক রমম কথা বলে এটা না ওটা কর, আর প্রতিবেশীরা তো আছেই, তাই সুস্থ মাথাই চিন্তা করে সঠিক সিদ্ধান্তে পৌছাতে পারলেই প্রকৃত মানুষ হওয়া যায়, অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য 💓💓💓💓