ব্যাচেলর লাইফের ফিল
গতকাল রাতে বার্সার ফুটবল খেলা ছিল, যদিও আমার এসব নিয়ে বিন্দুমাত্র কোন আগ্রহ নেই, তবে তারপরেও গ্রামের উঠতি বয়সী তরুণ ছেলেদের ভিতরে, এইসব খেলা কেন্দ্র করে ভীষণ উত্তেজনা প্রতিনিয়ত কাজ করে।
তবে এমন একটা বয়স আমার জীবনেও ছিল, সেই সময় প্রচুর খেলা পাগল ছিলাম, তবে সময়ের পরিবর্তনে সব এখন স্থির হয়ে গিয়েছে।
যেহেতু ওরা আমার দুই বাড়ি পরেই খেলা দেখবে, তাই আমাকেও দাওয়াত দিয়েছিল। বলতে গেলে, অনেকটা ব্যাচেলর লাইফের ফিল নেওয়ার জন্য। এই যে রাত জেগে খেলা দেখা, টুকটাক পিকনিক এসব হয়তো ব্যাচেলর লাইফেই সম্ভব।
গতকাল রাতে, ঠিক তেমন একটা সময় কেটেছে আমার। রাত দশটার পরে, পরিবারের সবাইকে বুঝিয়ে চলে গিয়েছিলাম পার্শ্ববর্তী বাড়িতে। সেখানে গিয়ে দেখি, গ্রামের সকল তরুণ ছেলেরা উপস্থিত।
যদিও খেলা শুরু হবে রাত একটায়, তবে তারপরও তাদের উত্তেজনার কোন কমতি নেই, ইন্টারনেট ঘেঁটেঘুটে বারবার দেখার চেষ্টা করছিল সেরা একাদশে কে কে থাকবে। তাছাড়া তর্ক বিতর্ক তো চলছিলই।
চোখের সামনে যেন আমি আমার, ফেলে আসা জীবনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম, অতঃপর খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল। অবশেষে খাওয়া দাওয়ার পরে, ঘড়িতে যখন একটা বেজে গিয়েছিল, তারপর শুরু হয়ে গিয়েছিল খেলা দেখা।
জীবন থেকে যা যায়, তা আর সেভাবে কখনো ফিরে আসে না, তবে টুকটাক ফিরে আসার মতো করে যেটাই পাওয়া যায়, সেটাই হয়তো বোনাস প্রাপ্তি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
একসময় আমারও খেলা দেখার প্রচন্ড আগ্রহ ছিলো। কিন্তু এখন সেটা অনেকটাই কমে গিয়েছে। যাইহোক গ্রামের তরুণ ছেলেদের সাথে দারুণ সময় কাটিয়েছেন ভাই। একেবারে ব্যাচেলর লাইফের ফিলটা নিয়েছেন। তাছাড়া সবাই মিলে মজা করে খিচুড়িও খেয়েছেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য গতরাতের মুহূর্ত ছিল অন্যরকম, যেটা কিনা ব্যাচেলর লাইফেই সম্ভব ভাই। ধন্যবাদ আমার অনুভূতি বুঝতে পারার জন্য।