মুঠোফোনের ফটোগ্রাফি
টানা বৃষ্টির কারণে কয়েকদিন ধরে বাইরে যেতে পারছিনা, বলতে গেলে গৃহবন্দি সময় কাটছে। যদিও সময় গুলো টুকটাক বই পড়ে কিংবা ঘরের কাজ করেই কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি, তবে তারপরেও মনে হচ্ছে কোথায় যেন কমতি থেকে যাচ্ছে।
টানা বৃষ্টিতে জনজীবন একদম বিপর্যস্ত হয়ে পড়েছে, মানুষের স্বাভাবিক জীবনে যে ছন্দ থাকে, তা যেন কিছুটা এলোমেলো হয়েছে। সব মিলিয়ে বিরক্তিকর একটা অবস্থা।
কি লিখে পোস্ট করব, সেটা সকাল থেকেই বারবার ভাবছিলাম। অতঃপর মুঠোফোনের গ্যালারি ঘাঁটাঘাঁটি করে কিছু নিজের তোলা ছবি বাছাই করলাম, যেগুলো আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।
টানা বৃষ্টিতে বাহিরে তেমন ছোটাছুটি করতে পারছিনা, যার কারণে বলতে গেলে কনটেন্ট স্বল্পতায় ভুগছি।
এই ছবিগুলো খুব পছন্দের একটা জায়গায় গিয়ে তুলেছিলাম , মূলত যেখানটাতে আমার প্রতিনিয়ত অবসর কাটে ঠিক সেখানটাতে। উন্মুক্ত পরিবেশে, নিজের মতো করেই পায়চারি করে সময় কাটানোর চেষ্টা করি, সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাই, আর যারা আমার সঙ্গে থাকে তাদের সঙ্গে মাঝেমধ্যে টুকটাক গল্প করে সময় কাটাই।
রাস্তার দুপাশে শুধু সবুজ ফসলের জমি, একদম অকৃত্রিম সৌন্দর্য। যা অনায়াসেই, প্রকৃত প্রেমীদের দৃষ্টি কেড়ে নেবে, এমন পরিবেশে বহুদিন হলো সময় কাটানো হচ্ছে না, বিশেষ করে বৃষ্টির জন্য।
তবে ইচ্ছা আছে, প্রকৃতি যদি আবারও স্বাভাবিক হয়, তাহলে এবার গিয়ে বেশ ভালোই সময় কাটাবো পছন্দের জায়গাটাতে। তাহলে চলুন উপভোগ করা যাক, পচ্ছন্দের জায়গার ছবিগুলো।
লোকেশনঃ ইসলামপুর টু আসাদমোড় রোড।
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
ডিভাইসঃ Samsung Galaxy A16
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR